নিজস্ব সংবাদদাতা: ‘দেবী চৌধুরানী’র পর এবার বাংলার ষোলো শতকের দোর্দণ্ডপ্রতাপ মহারানি ‘রায়বাঘিনী ভবশঙ্করী’র ঐতিহাসিক কাহিনি পর্দায় তুলে ধরতে চলেছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র। আর সেই ছবিতেই ‘ভবশঙ্করী’র ভূমিকায় দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। এই খবর আগেই প্রকাশ্যে এসেছিল। ছবির প্রথম পোস্টার ভাগ করে এই খবর দিয়েছিলেন পরিচালক স্বয়ং।
'দেবী চৌধুরানী'তে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের পর নারীকেন্দ্রিক এই চরিত্র তুলে ধরার দায়িত্ব শুভশ্রীর হাতেই সঁপে দিয়েছেন শুভ্রজিৎ। ষোলো শতকের মোঘল আমলে অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে ভবশঙ্করীর বীরত্ব, ব্যক্তিত্ব মুগ্ধ করে পরিচালককে। ইতিহাসকে ভালবেসে শুভ্রজিৎ ‘রায়বাঘিনী ভবশঙ্করী’ তৈরি করার পরিকল্পনা করে ফেলেন। সেই মতো কাজও শুরু করেছেন পরিচালক।
আরও পড়ুন: প্রথমবার জুটিতে বনি-দর্শনা, প্রেম না নিপাট বন্ধুত্ব? পর্দায় কোন গল্প বলবেন তাঁরা?
সূত্রের খবর, ছবিতে মুখ্য চরিত্রে শুভশ্রীর পাশাপাশি থাকবেন টলিপাড়ার বহু তারকা। আরও একবার একঝাঁক তারকাদের নিয়ে ছবি পরিচালনা করতে চলেছেন শুভ্রজিৎ মিত্র। জানা যাচ্ছে, ছবিতে 'রুদ্রনারায়ণ'-এর চরিত্রে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে, পাঠান শাসক 'ওসমান খান লোহানি'র চরিত্রে দেখা যাবে জিতু কামালকে। 'হরিদেব ভট্টাচার্য'র চরিত্রে থাকবেন কৌশিক গঙ্গোপাধ্যায়, 'শিবযানী' হবেন কৌশানী মুখোপাধ্যায়। এছাড়াও টলিপাড়ার অন্দরের খবর, 'দুর্লভ দত্ত'র চরিত্রে দেখা যাবে কৌশিক সেনকে, 'কালাপাহাড়'-এর চরিত্রে থাকবেন প্রিয়াংশু চট্টোপাধ্যায় ও ছবির আকর্ষণ হয়ে 'আকবর'-এর চরিত্রে থাকবেন জিৎ।

যদিও এই মুহূর্তে চূড়ান্ত হয়নি ছবির চরিত্ররা। তবে সূত্রের খবর, এমনটাই পরিকল্পনা করছেন পরিচালক। ইতিমধ্যেই শুরু হয়েছে ছবির চিত্রনাট্য নিয়ে ঘষামাজার কাজ। সবকিছু ঠিকঠাক থাকলে, এই ছবিতে টলিউডের একঝাঁক তারকাকে একেবারে ভিন্ন চরিত্রে, ভিন্ন মেজাজে দেখবেন দর্শক। জানা যাচ্ছে, ছবির গল্পে শুভশ্রীর প্রতিপক্ষ হবেন জিতু। ইন্দ্রদীপ দাশগুপ্তর পরিচালনায় 'গৃহপ্রবেশ'-এ প্রথমবার জুটি বেঁধেছিলেন শুভশ্রী-জিতু। ঋতুপর্ণ ঘোষকে উৎসর্গ করে 'গৃহপ্রবেশ' দর্শককে উপহার দেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে। প্রশংসা পেয়েছে শুভশ্রী ও জিতুর জুটিও। তবে এবার আর পর্দায় প্রেম নয়, দ্বন্দ্ব ফুটিয়ে তুলবেন তাঁরা, খবর এমনটাই।
গল্প অনুযায়ী, ভবশঙ্করী ছিলেন বাংলার এক গ্রাম্য ব্রাহ্মণ জমিদার দীননাথ চৌধুরীর কন্যা। ছোটবেলা থেকে অসিখেলা, ঘোড়সওয়ারি, তীরন্দাজিতে পারদর্শিনী। যে মহিয়সীর কর্মকাণ্ড মুগ্ধ করেছিল মহারাজা রুদ্রনারায়ণ রায়মুখুটিকে। পরবর্তীতে তাঁর বীরত্বের জন্যই বাংলা বাহ্যিক শত্রুর আক্রমণ থেকে মুক্তি পায়। এই রায়বাঘিনী উপাধি সম্রাট আকবরের কাছ থেকেই পাওয়া ভবশঙ্করীর। পর্দায় সেই কাহিনিই ফুটিয়ে তুলবেন শুভ্রজিৎ। গবেষণার পাশাপাশি চিত্রনাট্যের খসড়ার কাজ চলছে পুরোদমে।
প্রসঙ্গত, 'লহো গৌরাঙ্গের নাম রে’ ছবির শুটিং শুরু হয়েছে। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় এই ছবিতে নটী বিনোদিনী'র চরিত্রে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। সূত্রের খবর, যেদিন থেকে শুটিং শুরু হয়েছিল এই ছবির সেদিন থেকেই নাকি নিরামিষ খাচ্ছেন অভিনেত্রী। কারণ, তিনি এই চরিত্রে অভিনয় করাটাকে, তাঁর কেরিয়ারে সৌভাগ্য বলে মনে করেন। সম্প্রতি শুটিংয়ের কাজ একটু হালকা হতেই মরিশাস বেড়াতে গিয়েছিলেন রাজ ও শুভশ্রী। তাঁদের ইনস্টাগ্রামে সেই ভিডিও ও ছবি দেখে ফেলেছেন ইতিমধ্যেই নেটিজেনরা। সেখানেই তোলা একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তাঁরা। সেখানে দেখা যাচ্ছে রাজ ও শুভশ্রী হাসিমুখে হেঁটে যাচ্ছেন। আর তা ক্যামেরাবন্দি করছেন শুভশ্রী। আর তারপরেই শুভশ্রীর ঘাড়ে একটা আলতো চুমু খায় রাজ। পরিচালক স্বামী রাজের তাঁর প্রতি ভালবাসার বহিঃপ্রকাশ উপভোগ করছেন শুভশ্রী। নিজেদের একান্ত এই সময় তাঁরা চুটিয়ে উপভোগ করছেন জুটিতে, তা বোঝাই যাচ্ছে।
