নিজস্ব সংবাদদাতা: সৌরভ গাঙ্গুলিকে ছাড়া 'দাদাগিরি' যেন ভাবাই যায় না। তবে এবার নাকি এই শোয়ের সঞ্চালনা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বাংলার 'দাদা'। টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে এমনটাই।
সূত্রের খবর, সৌরভ গঙ্গোপাধ্যায় নাকি 'দাদাগিরি' অনুষ্ঠানের জন্য চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি নবীকরণ করেননি। তবে কি এবার দাদার দাদাগিরি বন্ধ হয়ে যাচ্ছে? আপাতত শোনা যাচ্ছে, অন্য খবর। দাদার 'দাদাগিরি' বন্ধ হচ্ছে না। তবে এবার তিনি হাজির হবেন নতুন মোড়কে। বদলে যাচ্ছে প্ল্যার্টফর্ম। প্রতিপক্ষ চ্যানেলের সঙ্গে সৌরভ চুক্তিবদ্ধ হচ্ছেন বলে শোনা যাচ্ছে।
সূত্রের খবর, 'বিগ বস' বাংলার সঞ্চালনা করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। পুজোর পর থেকেই নাকি শুরু হবে শুটিং। শোনা যাচ্ছে, জি বাংলায় নয় এবার স্টার জলসায় নতুনভাবে ফিরছেন সৌরভ। সম্প্রতি, এই খবরে সিলমোহর দিয়েছেন সৌরভ নিজেই। চার বছরের জন্য 'দাদা'র সঙ্গে ১২৫ কোটি টাকার চুক্তি হয়েছে স্টার জলসার। ‘বিগবস’ ও নতুন কুইজ শোতে দেখা যাবে 'মহারাজ'কে। ২০২৬ সালের জুলাই থেকে তাঁকে স্টার জলসার পর্দায় দেখা যাবে দুই শোয়ে।
জানা যাচ্ছে, সৌরভের এই শোয়ের সঙ্গে থাকছে বলিউড যোগ। মুম্বইয়ের প্রযোজনা সংস্থার ব্যানারে আসছে এই শো। সূত্রের খবর, লোনাভালায় হবে শুটিং। জানা যাচ্ছে, জিও হটস্টারে সম্প্রচারিত হবে নতুন 'বিগ বস'।
