নিজস্ব সংবাদদাতা: সমাজের চোখে সে দুর্বল, অশিক্ষিত, টেনেটুনে পাশ! কিন্তু মনের ভিতরে তার অদম্য জেদ। সে পর্দার 'পুতুল' ওরফে খেয়ালী মণ্ডল। সান বাংলার ধারাবাহিক 'পুতুল টিটিপি'তে খেয়ালীর সঙ্গে জুটি বেঁধেছেন সৈয়দ আরেফিন। গল্পে তাঁর চরিত্রের নাম 'ময়ূখ'।
ধারাবাহিকের নিত্যনতুন মোড় দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। পুতুলকে প্রতি পদে সবাই অপমান করলেও তার পাশে সব সময় থাকে ময়ূখ। একসঙ্গে বিপদের মোকাবিলা করে তারা। তবে এবার এই মেগা ঘিরে এল বড় খবর। বদলে যাচ্ছে ধারাবাহিকের এক অভিনেত্রী! গুরুত্বপূর্ণ চরিত্রের মুখ বদলে মাথায় হাত অনুরাগীদের।
এতদিন পুতুলের বড় দিদি মিতুলের ভূমিকায় দেখা গিয়েছে অভিনেত্রী সুরভী স্যান্যালকে। এবার সেই চরিত্রে এন্ট্রি নিচ্ছেন অভিনেত্রী রোশনী ভট্টাচার্য। রোশনী বর্তমানে স্টার জলসার 'চিরসখা' ধারাবাহিকে 'মৌ' এবং সান বাংলার 'আকাশ কুসুম'-এ 'ঋতজা'র চরিত্রে অভিনয় করছেন।
ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে 'মিতুল'-এর চরিত্রে রোশনীর শুটিং। কিন্তু হঠাৎ কেন হল এই মুখ বদল! তা যদিও এখনও পর্যন্ত খোলসা নয়। যদিও ধারাবাহিকের পার্শ্বচরিত্রদের মুখ বদল প্রায়ই দেখা যায়। এমনকী মুখ্য চরিত্রদের বদলও চোখে পড়ে। তবে তুলনামূলকভাবে রোশনীর জনপ্রিয়তা এই ধারাবাহিকের টিআরপি-তে প্রভাব পড়ে কিনা সেটাই দেখার।
