নিজস্ব সংবাদদাতা: অভিনেতা রাজদীপ সরকারের ভাবনায়, পরিচালক অরিন্দম ভট্টাচার্য-এর পরিচালনায় আসছে 'শিবপুর: দ্য বিগিনিং'। স্বস্তিকা মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায় অভিনীত 'শিবপুর' ছবির প্রিক্যুয়েল হতে চলেছে ছবিটি। ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি।
তবে এই নামেই আসবে আসন্ন ছবি জানিয়েছেন নির্মাতারা। নতুন ছবিটির প্রেক্ষাপটে থাকবে সত্তর দশকের নকশাল আন্দোলন থেকে শুরু করে বিদ্যাসাগর সেতু তৈরির সময়ের অজানা ইতিহাস। সেইসঙ্গে উঠে আসবে বাংলার বুকে তৈরি হওয়া মাফিয়া সাম্রাজ্য।
ছবিতে মুখ্য চরিত্রে থাকছেন মমতা শঙ্কর। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত, রাজদীপ সরকার সহ আরও অনেকে। জানা যাচ্ছে, বলিপাড়ার নামজাদা তারকাদের দেখা যেতে পারে ছবি জুড়ে।
যদিও গত বছর থেকেই চলছে ছবির ভাবনা। তবে এবার ছবি ঘিরে এল বড় খবর। টলিপাড়ার অন্দরের খবর, ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে কৌশিক গাঙ্গুলিকে। ইতিমধ্যেই তাঁর কাছে নাকি গিয়েছে ছবির প্রস্তাব। তবে এই মুহূর্তে 'অর্ধাঙ্গিনী ২'-এর শুটিং নিয়ে ব্যস্ত তিনি। তাই অন্য কাজ আপাতত স্থগিত রেখেছেন। জানা যাচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষে শুরু হবে 'শিবপুর: দ্য বিগিনিং'-এর শুটিং।
