নিজস্ব সংবাদদাতা: পরিবারের প্রায় সবাই অভিনয় জগতের সঙ্গে যুক্ত। এমনকী নতুন প্রজন্ম অর্থাৎ তাঁর দুই মেয়েও অভিনয় জগতে পরিচিত। কথা হচ্ছে পরিচালক বিরসা দাশগুপ্তকে নিয়ে। বেশ কয়েক বছর পর নতুন বাংলা ছবির পরিচালকের আসনে তাঁকে দেখার কথা ছিল। তবে নানা জটিলতায় সেই ছবির কাজ পিছিয়েছে। তবে এবার জানা যাচ্ছে, টলিউডের গণ্ডি পেরিয়ে বলিউডে পাড়ি দিয়েছেন পরিচালক।
যদিও এর আগেও হিন্দি মাধ্যমে বেশকিছু সিরিজ পরিচালনা করতে দেখা গিয়েছে তাঁকে। তার মধ্যে উল্লেখযোগ্য 'ব্ল্যাক উইডোজ', 'মাফিয়া'র মতো সিরিজ। কিছুদিন ধরেই টলিপাড়ায় জল্পনা, বিরসা নাকি আবারও বলিউডের একটি প্রজেক্ট করছেন। তবে এবার আর সিরিজ নয়, পূর্ণদৈর্ঘ্যের ছবি পরিচালনা করতে চলেছেন তিনি।
এই প্রথমবার হিন্দি ছবির পরিচালকের আসনে বিরসা দাশগুপ্ত। তবে কি টলিপাড়ার কাউকে দেখা যাবে মুখ্য চরিত্রে? খবর তেমনটাই। তবে যেহেতু বলিউডের ছবি, তাই বলি তারকাদের আধিক্য থাকবে বলেই জানা যাচ্ছে। আদ্যপান্ত থ্রিলারের মোড়কে আসছে এই ছবি। আরও একবার নিজের পরিচালনায় টানটান রহস্যের গল্প দর্শককে উপহার দিতে চলেছেন বিরসা। ইতিমধ্যেই শুরু হয়েছে এই ছবির শুটিং। তবে এই ছবি প্রসঙ্গে এখনই মুখ খুলতে নারাজ পরিচালক।
