'গীতা এলএলবি'র পর আবারও স্নেহাশীষ চক্রবর্তীর হাত ধরে স্টার জলসার নতুন ধারাবাহিকে ফিরছেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। ব্লুজ প্রযোজনা সংস্থার নতুন ধারাবাহিক 'প্রফেসর বিদ্যা ব্যানার্জি'তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেতাকে। তাঁর চরিত্রের নাম রাজরূপ। ইতিমধ্যেই এই চরিত্রের শুটিং শুরু করেছেন ভাস্বর। 

 

 

আজকাল ডট ইন-কে অভিনেতা বলেন, "আমার চরিত্রটা খুব পজেটিভ এই ধারাবাহিকে। সুপ্রিয়দা(সুপ্রিয় দত্ত) হলেন বিদ্যা ব্যানার্জি যে কলেজে পড়ান সেখানকার কলেজের ট্রাস্টি মেম্বার। আমি সুপ্রিয়দার ছোটভাই, আমিও ট্রাস্টের সঙ্গে যুক্ত। নায়কের কাকার চরিত্রে দেখা যাবে আমাকে। খুব মজার চরিএ। তবে কমেডি নেই, কিন্তু নায়ক প্রেমে পড়লে কাকার কাছে এসেই সাজেশন চায়।"


ভাস্বরের কথায়, "কাকা আবার কীভাবে মেয়েদের মন জয় করতে হবে সেটা ভাইপোকে শেখায়। এক কথায় বলতে গেলে খানিকটা লাভ গুরুর ভূমিকা পালন করব। আর স্নেহাশীষদা (স্নেহাশীষ চক্রবর্তী) বরাবরই ভাল চরিত্র দেন আমায়। গীতা এলএলবির সঙ্গেই করলাম হিন্দি রিমেক অ্যাডভোকেট অঞ্জলী অবস্থি। দারুণ চরিত্র সেটাও। আর এই নতুন ধারাবাহিকেও খুব ইতিবাচক চরিত্রে দেখা যাবে আমায়। হিসাব করে দেখেছি এটা আমার ১২৬তম ধারাবাহিক! আশাকরি, এবারের চরিত্রটিও দর্শকের পছন্দ হবে।" 

 


প্রসঙ্গত, হাতে শুধু বীণা ও পুস্তক নয়, মাঝে মাঝে বেত তুলে নিতে হয় শিক্ষা দেওয়ার জন্য। আসছে 'প্রফেসর বিদ্যা ব্যানার্জি' স্টার জলসায়। আট বছর পর স্টার জলসার পর্দায় ফিরছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত।‌ 

 


এদিকে, আগে শোনা গিয়েছিল স্বস্তিকার নায়কের চরিত্রে দেখা যাবে এক নতুন মুখকে। তবে এবার এল খবর! নতুন নয়, বিদ্যা ব্যানার্জির নায়ক হয়ে ফিরছেন অভিনেতা অর্ণব বন্দ্যোপাধ্যায়। 

 

 

এই গল্পটি নারীকেন্দ্রিক। স্বস্তিকাকে দর্শক দেখবেন একেবারে কড়া শিক্ষিকার ভূমিকায়। যাঁকে দেখে শ্রদ্ধার পাশাপাশি ভয়ও হয়। অশিক্ষা এবং অসভ্যতা কোনওটাই যিনি মেনে নিতে পারেন না। তাই কড়া হাতে দুষ্টের দমনে পিছপা হন না বিদ্যা ব্যানার্জি।গল্পে প্রথমবার অর্ণব ও স্বস্তিকার জুটিকে কতটা পছন্দ করেন দর্শক, সেটাই দেখার।