রিয়া চক্রবর্তীকে বড় স্বস্তি দিল বোম্বে হাই কোর্ট। মঙ্গলবার আদালত নির্দেশ দিয়েছে, ২০২০ সালের মাদক মামলায় বাজেয়াপ্ত করা অভিনেত্রীর পাসপোর্ট নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) ফিরিয়ে দিতে হবে। 

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু মামলায় শর্তসাপেক্ষ জামিনের অংশ হিসাবে রিয়ার পাসপোর্ট আগে জমা নেওয়া হয়েছিল। তবে আদালত জানিয়েছে, এত দিনে রিয়া সব নিয়ম মেনে চলেছেন, তাই বিচার প্রক্রিয়ার সময় তাঁর উপস্থিতি নিয়ে সন্দেহের কোনও কারণ নেই।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ সেপ্টেম্বর রিয়া চক্রবর্তীকে গ্রেপ্তার করেছিল এনসিবি। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে যুক্ত মাদক মামলাতেই তাঁকে অভিযুক্ত করা হয়েছিল।

২০২০ সালের অক্টোবর মাসে রিয়ার জামিন মঞ্জুর করা হয়েছিল। তবে আদালত শর্ত দিয়েছিল যে, তাঁর পাসপোর্ট এনসিবির হেফাজতে থাকবে। পাশাপাশি বিদেশে ভ্রমণের জন্য তাকে প্রতিবার ট্রায়াল কোর্টের অনুমতি নিতে হত।

নিজের আইনজীবী আইয়াজ খানের মাধ্যমে রিয়া সম্প্রতি পাসপোর্ট মুক্তির জন্য নতুন আবেদন করেছেন। তাঁর আইনজীবী যুক্তি দেখিয়েছেন যে, পাসপোর্টটি তাঁর কাছে না থাকার কারণে পেশাগত জীবনে অনেক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, কারণ তাঁকে প্রায়ই শুটিং, অডিশন এবং মিটিংয়ের জন্য বিদেশে যেতে হতো।
আইনজীবী উল্লেখ করেছেন যে, আদালতের অনুমতি পাওয়ার দীর্ঘ প্রক্রিয়ার কারণে রিয়ার অনেক সুযোগ হাতছাড়া হয়েছে। এছাড়াও তিনি বলেছেন যে, জামিনের পর থেকে রিয়া আদালতের কোনও আদেশ লঙ্ঘন করেননি।

এনসিবি আবেদনটির বিরোধিতা করে বলেছিল যে, রিয়াকে বিশেষ সুবিধা দেওয়া উচিত নয় শুধুমাত্র তার তারকা তকমার কারণে। তারা উদ্বেগ প্রকাশ করেছে যে, সীমাহীন বিদেশ ভ্রমণ অনুমতি দিলে রিয়া হয়তো ভারত ফেরত আসবেন না।

যদিও আদালতের বেঞ্চ বিচারক নীলা গোখলে নেতৃত্বে রিয়ার পক্ষে রায় দিয়েছে। আদালত উল্লেখ করেছে যে, মামলার অন্যান্য অভিযুক্তদেরও একই ধরনের সুবিধা আগে দেওয়া হয়েছে। আরও জানিয়েছে যে, রিয়া প্রতিটি শুনানিতে উপস্থিত হয়েছেন এবং পূর্বে বিদেশ যাওয়ার অনুমতি পেলে সময়মতো ফেরত এসেছেন। তাই তাঁর উদ্দেশ্য নিয়ে কোনও সন্দেহ নেই।

নির্ধারিত শর্তাবলী:

রিয়াকে প্রতিটি শুনানিতে উপস্থিত থাকতে হবে, যদি ট্রায়াল কোর্ট তাকে অব্যাহতি না করে।
তাঁর সব ভ্রমণসূচি, যেমন ফ্লাইট এবং হোটেলের তথ্য, প্রোসিকিউশনকে যাত্রার চার দিন আগে জানাতে হবে।
তাঁর মোবাইল নম্বর শেয়ার করতে হবে, ফোন চালু রাখতে হবে এবং দেশে ফেরার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে অবিলম্বে জানান।
রিয়ার জন্য এই সিদ্ধান্ত স্বতি বলে গণ্য করা হচ্ছে। যা তার পেশাগত কাজ এবং ব্যক্তিগত স্বাধীনতা পুনরায় অর্জনে সহায়ক হবে।