সংবাদ সংস্থা মুম্বই: ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে জায়গা করে নিয়েছে আমির খান অভিনীত ছবি 'লগান'। ক্রিকেটের সঙ্গে দেশাত্মবোধের ককটেল, এই দুই উপাদানের জেরেই ভারতের চলচ্চিত্র ইতিহাসের সৃষ্টি করেছিল 'লগান'। সর্বদিক থেকে সর্বভাবে পিছিয়ে থাকা ভারতের প্রত্যন্ত অঞ্চলের গ্রামবাসীরা ব্রিটিশ সিংহদের চোখে চোখে রেখে লড়াই করার 'রূপকথা'র গল্প শোনায় এই ছবি। ছবিতে দেখা যায়, অভুক্ত, দরিদ্র গ্রামবাসীদের জমে থাকা তিন বছরের কর মকুব করবে ব্রিটিশ সরকার স্রেফ একটিমাত্র শর্তে। যদি তাঁরা ক্রিকেট খেলায় ১১জন ব্রিটিশ ক্রিকেটারকে। জমাটি গল্পের সঙ্গে আমির খানের দুরন্ত অভিনয় 'লগান'কে পৌঁছে দিয়েছিল অস্কারের দরবারে। তবে ছবির শুটিংটা কিন্তু মোটেই মোলায়েম ছিল না। তৈরির শুরু থেকেই নানা সমস্যায় ভুগছিল 'লগান'। 'লগান'-এর শুটিংয়ের অজানা গল্প বললেন পরিচালক অপূর্ব লাখিয়া, যা শুনে চমকে উঠতে হয়। 

 

অপূর্ব লাখিয়া সেই সময়ে 'লগান'-এ অন্যতম প্রধান সহকারী পরিচালকের দায়িত্বে ছিলেন। সেই সময় অভিনেতা রণিত রায়ের নিরাপত্তারক্ষীদের সংস্থার উপর দায়িত্ব বর্তেছিল এই ছবিতে তারকাদের নিরাপত্তার। যেহেতু এতবড় স্টারকাস্ট, তার উপর বিদেশি অভিনেতা-অভিনেত্রীরাও ছিলেন তাই নিজেও গুজরাতে ছবির শুটিং সেটে হাজির হয়ে গিয়েছিলেন রণিত। তখন অবশ্য তিনি জনপ্রিয় হননি জনতামহলে। আমিরের নিরাপত্তার তদারকি নিজে সামলাচ্ছিলেন তিনি। সেটে কড়া নিয়ম জারি করা হয়েছিল, একেবারে নির্দিষ্ট সময়ে ঘড়ির কাঁটা মিলিয়ে ছবির কলাকুশলীদের নিয়ে বাস ছাড়বে শুটিং লোকেশনের উদ্দেশ্যে। কার-ও জন্য অপেক্ষা করবে না বাস। একবার আমিরের আসতে দেরি হচ্ছিল। রণিত যেহেতু আমিরের নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তাই স্বাভাবিকভাবেই গোটা বাস আটকে রেখেছিলেন তিনি। আমির না এলে বাস যেন না ছাড়ে, এইটাই ছিল রণিতের লক্ষ্য, জানালেন অপূর্ব। 

 

এতে বাকিদের কাছে ভুল বার্তা যাচ্ছে মনে করে একটা হেস্তনেস্ত করার জন্য এগিয়ে গিয়েছিলেন অপূর্ব লাখিয়া।তিনি বলেন, " মনে মনে ভয় তো পেয়েছিলাম ইটা ঠিক। কিন্তু একটা উদাহরণ তো তৈরি করতেই হত। যাই হোক, রণিত বাসের দরজার সামনে সিঁড়িতে দাঁড়িয়ে ছিল। এক লাঠি মেরে অংকে বাস থেকে ফেলে দিয়েছিলাম। তারপর বাস চালকের জামার কলার চেপে বলে উঠেছিলাম, "এখুনি বাস না ছাড়লে তোমার কপালে দুঃখ আছে! ঘাড় ভেঙে দেব।' ব্যস! বাস চলা শুরু করল দ্রুত গতিতে। সেদিন দু'ঘন্টা দেরি করে সেটে হাজির হয়েছিলেন আমির এবং রণিত, যেহেতু বাস ছেড়ে দিয়েছিল। "