সংবাদ সংস্থা মুম্বই: চর্চায় থাকতে ভালবাসেন কঙ্গনা রানাউত। সে বিভিন্ন বিষয়ে আলপটকা বিতর্কিত মন্তব্য করা হোক কিংবা কদর্য ভাষায় কাউকে ব্যক্তি আক্রমণ। সব মিলিয়ে বারবার খবরের শিরোনামে জায়গা করে নেন এই অভিনেত্রী। সম্প্রতি এক রিয়্যালিটি শো-তে হাজির হয়ে তিনি ফাঁস করলেন, বলি-পরিচালকেরা ছবি নিয়ে তাঁর মতামত আদৌ পছন্দ করেন কি না? এই নিয়ে পরিচালকদের সঙ্গে তাঁর ঝামেলা কি চূড়ান্ত পর্যায়ে পৌঁছয়?

 

ওই রিয়্যালিটি শো-তে এক প্রতিযোগী কঙ্গনাকে এই প্রশ্ন করলেন। কেন পরিচালনায় এলেন তিনি? নেপথ্যে কি এইসব কারণ? জবাবে প্রথমে ইঙ্গিতপূর্ণ হেসে তিনি বলে ওঠেন, " সব ঝামেলা শেষ..." তারপর ফের বলে ওঠেন, "এরকম কিছুই নয়। যাঁদের সঙ্গে কাজ করেছি, সেইসব পরিচালকদের সম্মান করি। তাঁরা আমাকে প্রেরণা জুগিয়েছেন। ওঁদের সঙ্গেও কাজ করে আমি সম্মানিত বোধ করেছি। বিশেষ করে, 'তনু ওয়েডস মন্নু', 'কুইন', 'ফ্যাশন', 'গ্যাংস্টার'-এইসব ছবি আমার কেরিয়ারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য। এইসব ছবি-ই একজন পরিচালক হতে প্রেরণা জুগিয়েছে আমাকে।"

 

প্রসঙ্গত, সম্প্রতি তাঁর পরিচালিত ছবিতে করণ জোহরকে অভিনয়ের প্রস্তাব দেওয়ার ইচ্ছেপ্রকাশ করেছেন কঙ্গনা। অভিনেত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল, জিজ্ঞেস করা হয়, সুযোগ পেলে করণের প্রযোজনা সংস্থার ছবিতে এখনও কাজ করতে চাইবেন কি না? জবাবে অভিনেত্রী বলেন, " করণ স্যারের-ই উচিত আমার সঙ্গে কাজ করা। ওঁর অনুযায়ী ঠিকঠাক চরিত্র পাবেন উনি। ওঁকে ভাল কাজ দেব। অবশ্যই আমার এই ছবিতে শাশুড়ি-বৌমার ঝগড়াঝাঁটি দেখানো হবে না।"