শুরুর কয়েক মাসের মধ্যেই ইতি টানছে সান বাংলার ধারাবাহিক 'শোলক সারি'। এই মেগার মেয়াদ এক বছর পার করেনি। তবে অল্প দিনেই দর্শকের মনে জায়গা করেছিল প্রযোজনা সংস্থা ব্লুজের এই ধারাবাহিকটি। মুখ্য চরিত্রে অর্থাৎ শোলক ও সার্থকের চরিত্রে দেখা গিয়েছিল ইন্দ্রনীল চট্টোপাধ্যায় ও সুকন্যা চক্রবর্তীকে। তাঁদের জুটি নতুন হলেও দর্শক মহলে বেশ পরিচিতি পেয়েছিলেন তাঁরা।
মূলত দুই বোনের জীবনের গল্প নিয়েই এগিয়েছে এই ধারাবাহিক। বিভিন্ন ওঠাপড়া, বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েই পেরিয়েছে তাদের জীবন। এদিকে, সার্থকের হাত ধরে মুখোপাধ্যায় বাড়িতে পা দিয়েছে শোলক। বিয়ের পর থেকেই তাদের সংসারে অশান্তির শেষ নেই। শোলকের বিরুদ্ধে চলছে নানা চক্রান্ত। শুধু শোলক নয়, তার দিদি সারিকেও নানাভাবে বিপদে ফেলতে চায় আঁচল ও প্রিয়দর্শিনী। এর আগেও তাদের চক্রান্তে পা দিয়েছে দুই বোন। শোলক ও সারির মাঝে দূরত্ব তৈরি করতে যেন উঠেপড়ে লেগেছিল আঁচল ও প্রিয়দর্শিনী। তবে সব বাধা পেরিয়ে নিজেদের সম্পর্কের বাঁধন আলগা হতে দেয়নি শোলক-সারি।

গল্পের বিভিন্ন মোড়ে দর্শকের মনোযোগ আকর্ষণ করেছিল এই ধারাবাহিক। তবে সব শুরুরই যে শেষ আছে। তাই এবার পথ চলা ফুরল শোলক-সারির। ইতিমধ্যেই হয়ে গিয়েছে ধারাবাহিকের শেষদিনের শুটিং। সমাজমাধ্যমে ধারাবাহিকের শুটিংয়ের টুকরো স্মৃতি ভাগ করে নিয়েছেন নায়ক।
শোলক-সারির গল্প শেষ হলেও সেই জায়গায় আসছে আরেক নতুন মেগা। শুরু হচ্ছে এক মিষ্টি প্রেমের গল্প 'সোহাগে আদরে'। 'সোহাগে আদরে' ধারাবাহিকে অভিনেত্রী অরুণিমা হালদার 'সোহাগ'-এর ভূমিকায় অভিনয় করেছেন। এবং নায়ক, 'সূর্য'র চরিত্রে শুভরঞ্জন মুখোপাধ্যায়। অরুণিমাকে দর্শক এর আগে 'কাছে আয় সই', 'মন দিতে চাই', 'কাজল নদীর জলে'র মতো ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখেছেন। এছাড়াও 'বেলাশেষে', 'বেলাশুরু'র মতো ছবিতে ও ওয়েব সিরিজেও নজর কেড়েছেন অরুণিমা।
আজকাল ডট ইন-কে অরুণিমা নতুন এই চরিত্র নিয়ে বলেছিলেন, "সোহাগ নামের সঙ্গে এই চরিত্রটির খুব মিল রয়েছে। এই মেয়েটি খুব তাড়াতাড়ি অন্যকে আপন করে নিতে পারে। পরিবারের জন্য স্বার্থ ত্যাগ অনেকেই করেন, তবে সোহাগ নিজের কথা প্রায় ভুলে গিয়ে শুধুমাত্র পরিবারের জন্য দিন যাপন করে। তবে এই মেয়েটির মধ্যে প্রতিবাদী সত্তাও রয়েছে। কেমন হবে সোহাগের জার্নি, তা দেখার জন্য তো অবশ্যই এই ধারাবাহিক দেখতে হবে।"
