সংবাদসংস্থা, মুম্বই: মিস ইউনিভার্স, অভিনেত্রী- এসব ছাড়াও আরও একটি পরিচয় আছে সুস্মিতা সেনের। তিনি সিঙ্গল মাদার। মাত্র ২৪ বছর বয়সে তিনি মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এবং সেই সিদ্ধান্তের জন্য আজও তাঁকে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। মুম্বই সংবাদ সংস্থার কাছে দেওয়া একটি সাক্ষাৎকারে তেমনটাই জানিয়েছেন অভিনেত্রী।
সম্প্রতি, পাসপোর্ট অফিসে তাঁর সন্তানদের বাবার নাম জানতে চাওয়া হয়। আর সেই প্রসঙ্গে, সিঙ্গল মাদার হওয়ার জার্নি নিয়ে নিজের মনের কথা সাক্ষাৎকারে জানিয়েছেন সেনসুন্দরী। তাঁর মতে, আজও ভারতবর্ষে, শুধুমাত্র বিবাহবিচ্ছিন্না মহিলাদের সিঙ্গলমাদার হিসেবে ভাবা হয়। যা কিছুই কর না কেন, সকলেই বাবার নাম জানতে চায়। আজও এ দেশে বাবার নাম ছাড়া পাসপোর্ট দেওয়া হয় না। আর সেই জন্যেই সমস্যায় পড়েছিলেন সুস্মিতা। অভিনেত্রীর কথায়, ""পাসপোর্টের কাগজে সন্তানদের মা-বাবার নাম জানতে চায়। সিঙ্গল মাদারের ক্ষেত্রে শুধু মায়ের নাম তো দেওয়া যেতেই পারে। আমাকে দিতে দেওয়া হয়নি। অগত্যা আমি আদালতের দ্বারস্থ হই। তাঁরা আমাকে অনুমতি পত্র দেন। ওই চিঠিটা আমার জীবনের সবথেকে আনন্দের চিঠি।""
সিঙ্গলমাদারদের জন্য আইন বদলাচ্ছে। কিন্তু অনেকেই সব তথ্য জানেন না। তাঁদের জন্য অনুপ্রেরণা সুস্মিতা সেন।