ছোটবেলা থেকেই ছোটপর্দায় অভিনয়ে দেখা যায় নিশা পোদ্দারকে। বিভিন্ন ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শক মহলে প্রশংসিত হয়েছে। সম্প্রতি, নিশাকে দেখা গিয়েছিল স্টার জলসার ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া'য়। ধারাবাহিকে দীপার মেয়ে সোনার বড়বেলার চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।
ওই ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে দেখা গিয়েছিল নিশাকে। যদিও বর্তমানে ধারাবাহিক থেকে সোনার ট্র্যাক সরে গিয়েছে। তবে গল্পের টুইস্টে এখন দেখা যাচ্ছে রূপাকে। তাই দর্শক মহলে কৌতূহল ছিল এবার হয়তো সোনাকেও ফেরাবে প্রযোজনা সংস্থা এসভিএফ। কিন্তু নিশা ফিরছেন না 'অনুরাগের ছোঁয়া'য়। এবার নায়িকা হয়ে নতুন ধারাবাহিকে দেখা যেতে চলেছে তাঁকে।
বাংলা নয়, তেলুগু ধারাবাহিকে অভিনয় করতে চলেছেন নিশা। স্টার মা চ্যানেলের নতুন ধারাবাহিক 'নুভুলেখা নেনু লেনু'তে মুখ্য চরিত্রে দেখা যেতে চলেছে তাঁকে। নিশার নায়কের চরিত্রে দেখা যাবে অভিনেতা নবীনকে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই তেলুগু ধারাবাহিকের প্রথম ঝলক।
গল্পে চা-জলখাবারের দোকান চালায় নিশার চরিত্রটি। একা হাতে যেমন ব্যবসা সামলায় সে, ঠিক তেমনই অন্যায়ের প্রতিবাদ করতেও পিছপা হয় না সে। নিশার চরিত্রটির মধ্যে রয়েছে এক প্রতিবাদী সত্তা, যা গল্পে নায়িকার চরিত্রকে এক অন্য মাত্রা দিয়েছে।
প্রসঙ্গত, এর আগে বহু টলিউডের নায়িকা পাড়ি দিয়েছেন বিভিন্ন ভাষার কাজে। তামিল, তেলেগুতে কাজ করছেন অনেকেই। সমানতালে বাংলা ধারাবাহিক, সিরিজ কিংবা বড়পর্দায় দেখা যায় তাঁদের। নিশার এটাই প্রথম অন্য ভাষার কাজ হতে চলেছে এটা। এবার তিনিও কি পুরোপুরি অন্য মাধ্যমেই কাজ করবেন, নাকি টলিউডেও দেখা যাবে তাঁকে? তা যদিও এখনও পর্যন্ত নিশ্চিত করেননি নিশা। তবে টলিউডের ছোটপর্দায় যথেষ্ট জনপ্রিয়তা পাওয়ার পর এবার অন্য মাধ্যমে নায়িকার চরিত্রে তাঁর কাজ, দর্শকের জন্য দারুণ খুশির খবর। ওই মেগার প্রথম প্রোমো দেখে ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়েছে দর্শক মহলে। নিশাকেও শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিচ্ছেন অনুরাগীরা।
