ছোটপর্দায় অনুভব কাঞ্জিলালের প্রথম ধারাবাহিক। বিপরীতে আলতা ফড়িং-এর নায়িকা খেয়ালি মণ্ডল। গল্পটাও শুরু থেকে বেশ অন্যরকম। ধারাবাহিক মিলিকে কিন্তু দর্শকদের বেশ ভাল লাগতে শুরু করেছিল। কিন্তু ছ’মাসে বিরাট ছন্দপতন। শনিবার শেষ ধারাবাহিকের শুট। আজকাল ডট ইন যোগাযোগ করতেই অনুভব জানিয়েছেন, মনখারাপ, কান্নাকাটি, স্মৃতি ভারাক্রান্ত মন নিয়ে এদিন সবাই বাড়ি ফিরলেন। খবর, এই জায়গাতেই দেখানো হবে অর্ক গঙ্গোপাধ্যায়ের নতুন ধারাবাহিক ‘অষ্টমী’।
 
প্রথম ধারাবাহিক। শুরুটাই ভাল ছিল। তা হলে কেন এমন পরিণতি? প্রশ্ন ছিল নায়ক ‘অর্জুন’ তথা অনুভবের কাছে। গলার স্বরে চাপা ক্লান্তি। অনুভব বললেন, ‘‘রেটিং চার্ট ধারাবাহিক চলা না চলার একটা বড় কারণ। আরও কিছু কারণ হয়তো আছে। আমি জানি না।’’ এও স্বীকার করে নিয়েছেন, অন্য রকম গল্প থাকায় শুরুতে তাঁরা ভাল সাড়া পেয়েছিলেন। রাত ৯টার টাইম স্লটে দ্রুত জনপ্রিয়তা বাড়ছিল। কিন্তু আচমকা সময় পরিবর্তন। নায়কের দাবি, ‘‘এই সময় বদল ধারাবাহিকের বিপক্ষে গিয়েছিল।’’



আচমকা ধারাবাহিক বন্ধ হওয়ায় অনুভবও ধাক্কা খেলেন? নায়কের সাফ জবাব, ‘‘কোনও ধাক্কা খাইনি। প্রথম ধারাবাহিক থেকে অনেক ভাল অভিজ্ঞতা নিয়ে ফিরছি। ইতিমধ্যেই নতুন ধারাবাহিকের জন্য ডাক পেয়েছি। কিন্তু এক্ষুণি কোথাও ফিরব না। একটু সময় নেব।’’ সেই সঙ্গে শর্ত, আগামী চরিত্রও প্রথম ধারাবাহিকের ‘অর্জুন’-এর মতো হতে হবে। যেখানে প্রচুর স্তর থাকবে। নিজেকে উজাড় করে দেওয়ার সুযোগ থাকবে।