সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের ‘ভাইজান’ সলমন খান— যিনি সাফল্যের, খ্যাতির এবং অর্থের শিখরে অবস্থান করছেন, কিন্তু হৃদয়ের গভীরে যেন আজও থেকে গেছে অপূর্ণ এক ভালবাসার ক্ষত। সেই ক্ষতের নাম, ঐশ্বর্যা রাই। ১৯৯৯ সালে শুরু হয়েছিল তাদের প্রেমকাহিনি। সলমন-ঐশ্বর্যর রসায়নে মুগ্ধ ছিল গোটা দেশ। কিন্তু ২০০২ সালে ভেঙে যায় সেই সম্পর্ক। আর তারপর থেকেই শোনা যায় বহু বিতর্কের কথা। কখনও সলমনের নাকি ঐশ্বর্যার বাড়ির কাচ ভেঙে ফেলার গুঞ্জন, কখনও বা নিজের হাত কেটে নেওয়ার খবর।
এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে ‘টাইগার’-এর জবাব ছিল – “আমি যদি কিছু বলি, তাহলে ওর অসম্মান হবে। আজ ও অন্য কারও স্ত্রী। অভিষেক খুব ভাল মানুষ। ঐশ্বর্যা বড় একটা পরিবারে সুখে আছে। আমি চাই ও খুব ভাল থাকুক। একজন প্রাক্তন প্রেমিক হিসেবে এটুকুই চাইব। সম্পর্ক শেষ মানে এই নয় যে, সে কষ্টে থাকবে। সম্পর্ক শেষ মানেই তো নয়, প্রাক্তনের জীবন দুর্বিষহ হয়ে উঠুক এটা চাইব। একজন প্রাক্তন প্রেমিক হিসেবে, এটাই চাইব সে ভাল থাকুক, সুখে থাকুক।”
সলমনের এই পরিণত এবং শান্ত স্বীকারোক্তিতে স্বভাবতই মুগ্ধ দর্শক মহল।
প্রসঙ্গত, আগামী ঈদেই ‘সিকান্দর’ নিয়ে বড়পর্দায় ফিরছেন সলমন। ছবিতে তাঁর সঙ্গে জুটি বাঁধছেন রশ্মিকা মন্দানা। অ্যাকশন-থ্রিলারে ভরপুর এই ছবি মুক্তি পাচ্ছে ৩০ মার্চ। অন্যদিকে, ছবির পর্দা থেকে আপাতত দূরেই রয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন। মেয়ের পড়াশোনা আর পারিবারিক দিকেই বেশি সময় দিচ্ছেন তিনি। পরবর্তী সিনেমার ঘোষণা এখনো করেননি। যদিও সম্প্রতি ঐশ্বর্য-অভিষেকের বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছিল বি-টাউনে, কিন্তু একাধিকবার সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন তাঁরা দু’জনেই।
