সংবাদসংস্থা মুম্বই: ২০০০ সালে প্রিয়দর্শনের পরিচালনায় মুক্তি পায় ‘হেরা ফেরি’, যেখানে পরেশ রাওয়াল, অক্ষয় কুমার ও সুনীল শেট্টি—এই ত্রয়ীর কেমিস্ট্রি হয়ে ওঠে কিংবদন্তি। ‘বাবুরাও আপটে’-র চরিত্রে পরেশের কমিক টাইমিং আজও অবিস্মরণীয়। ২০০৬ সালে ‘ফির হেরা ফেরি’-ও হয় সুপারহিট। যদিও সমালোচকরা প্রথম ছবির মতো প্রশংসা করেননি, তবে দর্শকদের ভালোবাসায় ছবিটি ‘কাল্ট ক্লাসিক’ হয়ে ওঠে। দর্শকের পছন্দের কথা মাথায় রেখে আসছে 'হেরা ফেরি ৩'।

 


সম্প্রতি, একটি ঘোষণায় বলিউডের জনপ্রিয় অভিনেতা পরেশ রাওয়াল দারুণ চমকে দিয়েছেন তাঁর ভক্তদের । বহুল প্রতীক্ষিত ‘হেরা ফেরি ৩’ থেকে তাঁর সরে দাঁড়ানোর ঘোষণা ঝড় তুলে দিয়েছে নেটদুনিয়ায়। প্রথমে গুঞ্জন উঠেছিল, নির্মাতাদের সঙ্গে ‘ক্রিয়েটিভ ডিফারেন্স’-এর কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। 

 


সমাজমাধ্যমে পরেশ স্পষ্ট ভাষায় লেখেন— “আমি পরিষ্কার করে জানাতে চাই, হেরা ফেরি ৩ থেকে আমার সরে দাঁড়ানোর সিদ্ধান্ত কোনও রকম ‘ক্রিয়েটিভ ডিফারেন্স’-এর জন্য নয়। পরিচালক প্রিয়দর্শনের প্রতি আমার অগাধ শ্রদ্ধা, ভালবাসা ও বিশ্বাস রয়েছে।”

 

এই ঘটনার প্রেক্ষিতে অক্ষয় কুমার তাঁর প্রযোজনা সংস্থা, 'কেপ অফ গুড ফিল্মস'-এর তরফে, পরেশ রাওয়ালের কাছে ২৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে আইনি নোটিশ পাঠিয়েছেন। এই নোটিশে অভিনেতাকে চরম অ-পেশাদার আচরণের জন্য এবং আইনি চুক্তি স্বাক্ষর করে শুটিং শুরু করার পর ছবিটি ছেড়ে দেওয়ার জন্য দায়ী করা হয়েছে। কারণ, পরেশ রাওয়ালের সরে দাঁড়ানোর আসল কারণ তাঁদের কাছে এখনও পর্যন্ত খোলসা নয়। এবং ছবির ভবিষ্যৎও যথেষ্ট অনিশ্চিত। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে মুখ খোলেননি পরেশ রাওয়াল।‌