সংবাদ সংস্থা মুম্বই: ব্যস্ততার অন্য নাম অক্ষয় কুমার। ২০২৫-এর অর্ধেকও পার হয়নি, এর মধ্যেই ‘স্কাই ফোর্স’, ‘কেসরী চ্যাপ্টার ২’ এবং ‘হাউসফুল ৫’— টানা তিনটি ছবিতে বাজিমাত করে ফেলেছেন তিনি। আর এখন? সদ্য মুক্তিপ্রাপ্ত ছবির রেশ না কাটতেই শুরু করে দিয়েছেন তাঁর পরবর্তী বিগ বাজেট প্রোজেক্ট ‘কন্নাপ্পা’-র জোরকদম প্রচার। এই তেলুগু পৌরাণিক ছবিতে অক্ষয়কে দেখা যাবে  শিব-এর ভূমিকায়— একবার ‘ও এম জি ২’-তে এই অবতারেই দর্শকের মন জয় করেছিলেন, ফের একবার সেই ম্যাজিক ফিরবে বলেই প্রত্যাশা।

 

তবে, তার থেকেও বড় খবর— অক্ষয়ের অন্যতম আইকনিক কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হেরা ফেরি ৩’ ঘিরে জল্পনা আর টানাপোড়েনের পর এবার এল এক দারুণ আশার আলো। স্বয়ং অক্ষয় নিজেই দিলেন রেহাই দেওয়ার মতো আপডেট।

গত মাসে ঘটেছিল এক রকম দুঃস্বপ্ন— বাবু ভাইয়ার চরিত্রে যিনি আসীন, সেই পরেশ রাওয়াল হঠাৎই ঘোষণা করেন তিনি ‘হেরা ফেরি ৩’-তে থাকছেন না! ভক্তরা তো বটেই, ছবির গোটা টিমই হতবাক। পরে জানা যায়, পরেশ রাওয়ালের বিরুদ্ধে ২৫ কোটি টাকার আইনি নোটিশ পাঠান অক্ষয় কুমার নিজেই। তবু নাটক থামেনি।

 

গত সপ্তাহে এক নেটিজেন পরেশ রাওয়ালকে ‘হেরা ফেরি’-র আসল নায়ক বলতেই অভিনেতা পালটা লেখেন— “এই ছবিতে তিনজন নায়ক আছেন।” ব্যস! শুরু হয়ে যায় জল্পনা— তবে কি পরেশ রাওয়াল ফের এই ছবিতে ফিরছেন?

 

এই সব আলোড়নের মাঝেই এক সাক্ষাৎকারে অক্ষয় জানিয়েছেন, “যা কিছু হচ্ছে, আপনাদের সামনেই হচ্ছে। আমি অনেক আশা করে আছি। আমি চাই সব ঠিকঠাক হোক, আর নিশ্চিতভাবেই বলছি— সব ঠিকঠাক হবেই।”

 

তবে অনেকেই মনে করছেন, এটা হয়তো ‘হেরা ফেরি ৩’-এর প্রচারের কৌশলমাত্র। সত্যিটা কী, তা সময়ই বলবে। আপাতত অক্ষয় ফ্যানদের মনটা যে খানিকটা হলেও হালকা হয়েছে, তা বলাই যায়।

'রাজু' ফিরছেনই। এখন শুধু 'বাবু ভাইয়া' ফিরলে জমে যাবে পুরনো ম্যাজিক!