সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
ফের একসঙ্গে অক্ষয়-শিল্পা
১৯৯৪ সালে 'ম্যায় খিলাড়ি তু আনাড়ি' ছবিতে জুটি বেঁধেছিলেন অক্ষয় কুমার ও শিল্পা শেঠি। ছবির গান 'চুরাকে দিল মেরা' সেই সময় হয়েছিল সুপারহিট। এত বছর পর আবারও সেই গানের তালে পা মেলালেন শিল্পা-অক্ষয়। সম্প্রতি, মুম্বইয়ের এক অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় তাঁদের। সেখানে অনুরাগীদের অনুরোধে এই গানটিতে আরও একবার নস্টালজিয়ায় ভাসলেন জুটিতে।
শাহরুখের নায়িকা হতে চান আলিয়া?
২ ফেব্রুয়ারি, অনুরাগীদের সঙ্গে দেখা করেন আলিয়া। সঙ্গে আয়োজন করেন মধ্যাহ্নভোজের। সেখানে অনুরাগীদের সঙ্গে কথোপকথনের সময় শাহরুখ খানকে তাঁর প্রিয় নায়ক হিসাবে চিহ্নিত করেন। আলিয়া জানান, সুযোগ পেলেই তিনি আবারও শাহরুখ খানের সঙ্গে কাজ করতে চান। কারণ শাহরুখের মতো এত ভাল সহ-অভিনেতা তিনি আর পাননি।
বাড়ি বিক্রি করলেন শক্তি কাপুর
বর্ষীয়ান অভিনেতা শক্তি কাপুর বহুদিন বিনোদন জগত থেকে দূরে রয়েছেন। কিন্তু এরপরেও শিরোনামে উঠে এলেন তিনি। জানা গিয়েছে, মুম্বইয়ের জুহুতে তাঁর বিলাসবহুল আবাসনটি বিক্রি করে দিয়েছেন তিনি। ৬.১১ কোটি টাকায় আবাসনটি বিনা শর্তে ছেড়ে দিচ্ছেন শক্তি কাপুর। এরপর কী মেয়ে শ্রদ্ধার সঙ্গেই থাকবেন তিনি? ঠিক কী কারণে এমন সিদ্ধান্ত অভিনেতার, তা খোলসা হয়নি।
