সংবাদ সংস্থা মুম্বই: ‘অ্যানিম্যাল’-এর ঐতিহাসিক সাফল্যের পর ফের বড় পর্দায় ফিরছেন পরিচালক স্যান্ডিপ রেড্ডি ভাঙ্গা। এবার তিনি হাত মিলিয়েছেন বাহুবলী খ্যাত প্রভাসের সঙ্গে — এক সুপার ইন্টেন্স কপ থ্রিলার ‘স্পিরিট’-এর জন্য। তবে এটা কিন্তু কোনও ফর্মুলা-পুলিশি ছবি নয়! বলিউড সূত্রে খবর, এই ছবিতে ভাঙ্গা বলিউডের পুরো কপ ঘরানার ছবির ব্যাকারণ-ই নাকি ওলটপালট করে দিতে চলেছেন।

 


‘স্পিরিট’ নিয়ে কাজ শুরু করেছিলেন অনেক আগেই, তবে চিত্রনাট্য লিখতেই সময় লেগে গিয়েছে ছ’মাসের বেশি। এক সূত্র জানিয়েছে, এটা কোনও সাদামাটা কপ থ্রিলার নয়! বরং এই ছবিতেই নাকি পুলিশি গল্পের ঘরানা পুরো ওলটপালট করে দিতে চান ভাঙ্গা! সেই সূত্র আরও জানিয়েছে, ‘স্পিরিট’-এর গল্পে এমন চমকে দেওয়া সব মোচড় আর বাঁক আছে, যা বলিউডে আগে কেউ দেখেনি।  ছবির চিত্রনাট্য এখন প্রায় শেষ পর্যায়ে রয়েছে।  কাস্টিংও চলছে পুরোদমে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের সেপ্টেম্বর বা অক্টোবরেই শ্যুটিং শুরু করবেন পরিচালক। ছবির প্রযোজক হিসেবে রয়েছেন ভাঙ্গা নিজে। সঙ্গ দেবেন ভূষণ কুমার এবং প্রণয় রেড্ডি ভাঙ্গা।

 

প্রভাস বর্তমানে ‘রাজা সাব’ এবং ‘ফৌজি’ প্রজেক্ট নিয়ে ব্যস্ত। সেই কাজ শেষ করেই তিনি ঝাঁপাবেন ‘স্পিরিট’-এর দুনিয়ায়। শোনা যাচ্ছে, এই ছবির প্রায় সব স্টান্ট নিজেই করবেন প্রভাস, আর তার জন্যই পরিচালক তাকে ফিটনেস ট্রান্সফর্মেশনের পরামর্শ দিয়েছেন। প্রভাস নিজেও নাকি এই ছবি নিয়ে দারুণ উত্তেজিত। এই ছবির আরও বড় চমক, এর কাস্টিং। শুধু ভারতের নয়, আমেরিকা ও কোরিয়ার অভিনেতাদের নিয়েও চলছে কথাবার্তা। ছবির আন্তর্জাতিক অ্যাকশন থ্রিলারের স্বাদ আনার জন্যই নেওয়া হচ্ছে এমন সিদ্ধান্ত।

 

উল্লেখ্য, ‘স্পিরিট’-এর কাজ শেষ হলেই, সন্দীপ রেড্ডি ভাঙ্গা হাত দেবেন ‘অ্যানিম্যাল পার্ক’-এর চিত্রনাট্যে, যেখানে ফের মুখ্যভূমিকায় থাকবেন রণবীর কাপুর।