নিজস্ব সংবাদদাতা : আসছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের নতুন সিনেমা ‘সত্যি বলে সত্যি কিছু নেই’। কী নতুন চমক থাকবে? ছবি নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহলের শেষ নেই। আগেই জানা গিয়েছিল, সৃজিতের সঙ্গে এবারেও জুটি বাঁধতে চলেছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। তবে সিনেমা নিয়ে আচমকা বড় খবর সামনে এল। শেষ মুহূর্তে বাদ পড়লেন অনির্বাণ। আর সেই জায়গা দখল করলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়!

প্রথমে যে তারিখে ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল, তা পরে বদলে যায়। ফলে ডেট নিয়ে সমস্যা তৈরি হয় অনির্বাণের সঙ্গে। এর আগে সৃজিত আর অনির্বাণ কাজ করেছেন ৯টি ছবিতে। তাই অনুরাগীদের আশা ছিল, দুজনের বন্ধুত্বের সম্পর্কের কথা মাথায় রেখেই হয়তো, ডেটের সমস্যা মিটিয়ে নেবেন অনির্বাণ। তবে সেটা হল না।
নির্মাতাদের তরফে যদিও এখনও কোনও নতুন ঘোষণা করা হয়নি। তবে শোনা যাচ্ছে, ইতিমধ্যেই সৃজিত কথা বলে নিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে।
ছবিতে পরমব্রত ছাড়াও যাঁদের দেখা যেতে পারে বলে অনুমান করা হচ্ছে, তাঁরা হলেন কৌশিক গঙ্গোপাধ্যায় ,ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, সৌরসেনী মৈত্র, ঋদ্ধি সেন, কাঞ্চন মল্লিক, সুহোত্র মুখোপাধ্যায়-সহ অন্যান্যরা। প্রযোজনার দায়িত্বে এসভিএফ।

ছবিতে অভিনেতা সত্যম ভট্টাচার্যেরও থাকার কথা ছিল। তবে এবার জানা যাচ্ছে, সত্যম ভট্টাচার্যের জায়গায় আসছেন অভিনেতা আদৃত রায়। ধারাবাহিক "মিঠাই"-এর পর জনপ্রিয়তার শিখরে রয়েছেন আদৃত। সম্প্রতি, অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেতা।
এসভিএফের প্রযোজনাতেই অভিনেতাকে নিয়ে আসতে চলেছে বাণিজ্যিক ঘরানার ছবি ‘পাগল প্রেমী’। তারই মাঝে সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আদৃতের থাকার খবর পেয়ে দারুন খুশি তাঁর অনুরাগীরা।
এই মুহূর্তে পরিচালক ব্যস্ত "সত্যি বলে সত্যি কিছু নেই"-এর শুটিং লোকেশন খুঁজতে। পোষ্য পাইথন "অনন্ত"-কে সঙ্গী করে "লোকেশন হান্টিং"-এ বেড়িয়েছেন সৃজিত। সেই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন তিনি। বেশ রোমাঞ্চকর সফর হতে চলেছে পরিচালকের ভিন্ন স্বাদের থ্রিলারধর্মী ছবিটি।