ছোটপর্দার প্রিয়মুখ অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। যদিও বড়পর্দাতেও দেবের বিপরীতে 'প্রজাপতি' ছবিতে দর্শক দেখেছিলেন তাঁকে। কিছুদিন আগেই শেষ হয়েছে তাঁর ধারাবাহিক 'কোন গোপনে মন ভেসেছে'। ধারাবাহিক শেষ হলেও দর্শকের মনে রয়ে গিয়েছে তাঁর অভিনীত 'শ্যামলী'র চরিত্রটি। তাই মাঝেমধ্যেই শ্বেতাকে নিয়ে চর্চা চলে সমাজমাধ্যমে।
এই মুহূর্তে কাজ থেকে কিছুদিনের জন্য বিরতি নিয়েছেন শ্বেতা। তবে এর মধ্যেই এক বিপদ ঘটেছে অভিনেত্রীর সঙ্গে। গুরুতর অসুস্থ তিনি। অনেকদিন ধরেই চোখের সমস্যায় ভুগছেন তিনি। 'কোন গোপনে মন ভেসেছে' ধারাবাহিকের শুটিং চলাকালীন চোখের ভিতরে মেকআপ চলে যায় তাঁর। সেই সময় বিষয়টি গুরুত্ব না দেওয়ায় ধীরে ধীরে এটা বড় সমস্যায় পরিণত হয়েছে।
আজকাল ডট ইন-কে শ্বেতা বলেন, "চোখে ফোলাভাব ছিল। ঠাণ্ডা লাগলে যেমন হয়, তেমনই হয়েছে ভেবেছিলাম। তবে প্রায় চার-পাঁচ মাস হয়ে গেলেও এটা ঠিক হচ্ছিল না। তারপর চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতেই তিনি জানান, চোখে সেই মেকআপ ঢুকে যাওয়ার জন্য এরকম হচ্ছে।"
শ্বেতার কথায়, "এখন একটা প্রটেক্টেড গ্লাস ব্যবহার করতে দিয়েছেন ডাক্তার। চোখটা এখনও বেশ ফোলাই আছে। খাওয়ার অসুধ দিয়েছে, চোখের ড্রপ দিয়েছে। কিন্তু চিন্তার বিষয় একটাই, যদি এতে না কমে তাহলে অপারেশন করতে বলেছেন ডাক্তার। জানি না কী হবে!"
অসাবধানতাবশত এরকম একটা ঘটনায় বেশ অবাক শ্বেতাও। তিনি বলেন, "মেকআপ থেকে যে এরকম হতে পারে তা সত্যিই জানা ছিল না। এরকম আগেও কতবার হয়েছে। কিন্তু এইরকম যে হবে একদম ভাবতে পারিনি।"
প্রসঙ্গত, ধারাবাহিক শেষ হতেই একটু বিরতিতে আছেন শ্বেতা। মাঝে আবারও ছোটপর্দায় তাঁর ফেরার খবর শোনা গেলেও তা ভুয়ো বলে নিজেই জানিয়েছেন অভিনেত্রী। এই মুহূর্তে একটা ওয়েব সিরিজের কথাবার্তা চলছে নায়িকার। তবে সেভাবে কোনওকিছু চূড়ান্ত হয়নি বলেই খবর। তবে খুব তাড়াতাড়িই আবারও নতুন কাজ নিয়ে দর্শকের কাছে ফিরবেন বলে প্রস্তুতি নিচ্ছেন শ্বেতা।
