নিজস্ব সংবাদদাতা: বাংলা ধারাবাহিক 'ওগো বধূ সুন্দরী'র মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেছিলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। এরপর একে একে ছবি, সিরিজের মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। কাজ করেছেন বলিউডেও। পেয়েছেন অসংখ্য প্রশংসা। বিভিন্ন চরিত্রের খাতিরে নিজেকে ভাঙা-গড়ায় বিশ্বাসী ঋতাভরী।
টলিপাড়ায় শুধু অভিনয়েই নয়, স্পষ্টভাষী বলেও পরিচিত অভিনেত্রী। তাঁর প্রতিবাদী সত্তার জন্য প্রতিকূল পরিস্থিতিতেও পড়তে হয়েছে তাঁকে। তবে থেমে যাননি, লড়াকু নারীর পরিচয় হয়ে উঠেছেন। বাংলা ইন্ডাস্ট্রিতে নারীদের সুরক্ষা নিশ্চিত করতে তৎপর হয়েছেন ঋতাভরী। দক্ষিণী ইন্ডাস্ট্রির মতো হেমা কমিটির প্রকল্প গড়ে তোলার চেষ্টায় অভিনেত্রী। কিন্তু তাঁর মতে, কমিটি গঠন করে লাভ নেই। আগে মানসিকতা পরিবর্তন জরুরি।
এই প্রসঙ্গে আজকাল ডট ইন-কে ঋতাভরী বলেন, "জোর দিয়ে বলতে পারি ইন্ডাস্ট্রিতে শুধু ট্যালেন্ট থাকলে কাজ পাওয়া যায় না। খুব খারাপ লাগছে বলতে, তবুও বলছি এক সময় অনেকেই শুয়ে কাজ পেয়েছেন। আবার অনেকেই নিজের দক্ষতায়। কিন্তু এর ফলে একটা ধারণা তৈরি হয়ে গিয়েছে।"
অভিনেত্রীর কথায়, "অনেকেই ভাবেন, ও তো সিনেমা করে, শরীর দিতে বাধ্য। রিভিলিং পোশাক পরে মানে শুতেও পারে। সবার আগে এই ধারণাটা বদলানো দরকার। আমি চেষ্টা করেছি, এখনও অনেক পথ চলা বাকি। এটা সবে শুরু, একদিনে তো হবে না। হয়তো কয়েক প্রজন্ম লাগবে ইন্ডাস্ট্রিতে মেয়েদের জায়গা সুরক্ষিত হতে। তবে হাল ছাড়লে চলবে না।"
