নিজস্ব সংবাদদাতা: বাঙালি থেকে অবাঙালি, এপার বাংলা থেকে ওপার বাংলা এমনকী ব্রিটিশ ভূতেরো আস্তানা ছিল 'চৌধুরী প্যালেস'। নিজের ভবিষ্যৎ না হলেও অনীক দত্তের পরিচালনায় দর্শক দেখতে পেয়েছিল 'ভূতের ভবিষ্যৎ'। ছবির প্রতিটি চরিত্র হাসি ফুটিয়েছে দর্শকদের মুখে। ছবিতে খুব কম সময়ের জন্য অভিনয় করলেও 'আত্মারাম'-এর চরিত্রটি এখনও মনে থেকে গেছে সবার। তাঁর "হাম গরিব আদমি হ্যায়' ডায়ালগ আজও দর্শকদের মুখে মুখে ফেরে। এই চরিত্রে অভিনয় করেছিলেন প্রবীণ অভিনেতা উদয় শংকর পাল।

কিছুদিন আগেই জানা গিয়েছিল, ক্যানসারে আক্রান্ত ছিলেন প্রবীণ অভিনেতা উদয় শংকর পাল। থিয়েটার থেকে বড় পর্দায় দুর্দান্ত অভিনয়ে মুগ্ধ করেছিলেন তিনি দর্শকদের। অভিনয় ঘিরেই তাঁর গোটা জীবন। কিন্তু তাঁর এই কঠিন সময়ে কেউ তাঁর পাশে ছিলেননা। আর্টিস্ট ফোরামের সহযোগিতায় চলছিল প্রবীন অভিনেতার চিকিৎসা। তবে শেষরক্ষা হল না। না ফেরার দেশে চলে গেলেন উদয় শংকর পাল।

অভিনেতার মৃত্যুতে গভীরভাবে শোকাহত পরিচালক অনীক দত্ত। সোশ্যাল মিডিয়ায় পরিচালক লেখেন, "আমার শুরু থেকে এখনও পর্যন্ত সমস্ত কাজে আপনি ছিলেন। আমরা যথাসাধ্য চেষ্টা করেছিলাম আপনাকে সুস্থ করার, পারলাম না।"

আজকাল ডট ইন-কে অনীক দত্ত জানান, "ওঁর মৃত্যুটা মেনে নিতে পারছিনা। অনেক চেষ্টা করেছিলাম তবুও পারলাম না। খুব কষ্ট পেয়েছিলেন শেষ দিকে। ক্যানসার সঙ্গে লড়তে পারলেন না। আমি ওঁর আত্মার শান্তি কামনা করি।"