অমিতাভ বচ্চনের কোনও আইকনিক ছবি কি কখনও রিমেক করবেন অভিষেক বচ্চন? দীর্ঘদিন ধরেই ভক্তদের মনে ঘোরাফেরা করা এই প্রশ্নে অবশেষে স্পষ্ট ইতি টানলেন অভিনেতা নিজে। এক অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে অভিষেক জানালেন, বাবার কোনও ক্লাসিক ছবিতেই হাত দেওয়ার কোনও ইচ্ছাই তাঁর নেই।

 

অমিতাভ বচ্চনের কালজয়ী চরিত্রগুলিতে অভিনয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে অভিষেক একেবারে সোজাসাপটা উত্তর দেন। তাঁর কথায়, “আমি কখনওই বাবার কোনও ছবি নতুন করে তৈরি করতে চাইব না। কারণ ছোটবেলা থেকেই আমি অমিতাভ বচ্চন হতে চেয়েছি।” এরপর নিজেকেই তিনি আখ্যা দেন, “বচ্চনের সবচেয়ে বড় ভক্ত” হিসেবে। অভিষেক জোর দিয়ে বলেন, অভিনেতা হিসেবে ইন্ডাস্ট্রিতে পা রাখার অনেক আগেই বাবার প্রতি তাঁর এই মুগ্ধতা জন্ম নিয়েছিল।

 

শৈশবের স্মৃতিও ভাগ করে নেন অভিষেক। জানান, একটা সময় ছিল যখন তিনি শুধুই বাবার ছবিই দেখতেন। শুধু তাই নয়, বন্ধুদের সামনে সেই ছবিগুলোর দৃশ্য হুবহু নকল করে অভিনয়ও করতেন। অভিষেকের কথায়, “আমার ছোটবেলায় এমন একটা সময় ছিল যখন আমি কেবল বাবার ছবিই দেখতাম। তারপর আমি আর আমার বন্ধুরা বাড়ির উঠোনে গিয়ে পুরো ছবিটাই অভিনয় করে ফেলতাম। একটা ঝগড়াই বেঁধে যেতো-কে বচ্চন হবে!”

 

তাঁর মতে, শুধু তিনি নন, একটা গোটা প্রজন্মই বড় হয়েছে অমিতাভ বচ্চনকে আদর্শ নায়ক হিসেবে মেনে। তাই এখানে তিনি কোনওভাবেই পুত্র হিসেবে কথা বলছেন না, কথা বলছেন একজন ভক্ত হিসেবে। “আমি এটা অমিতাভ বচ্চনের ছেলে হিসেবে বলছি না, ভক্ত হিসেবে বলছি,” বলেন অভিষেক। বাবার কাজের প্রতি তাঁর শ্রদ্ধা এতটাই গভীর যে তাঁর বিশ্বাস, অমিতাভ বচ্চনের ক্লাসিক ছবি যেমন আছে, তেমনই অক্ষত থাকা উচিত।

 

কাজের দিক থেকে বলতে গেলে, শেষবার অভিষেককে দেখা গেছে সুজিত সরকার পরিচালিত আই ওয়ান্ট টু টক ছবিতে। ওই ছবিতে অভিনয়ের জন্যই সমালোচকমহলে দারুণ প্রশংসিত হয়েছিলেন তিনি। পেয়েছেন একাধিক নামিদামী ফিল্মি পুরস্কারও।