আজকাল ওয়েবডেস্ক: ভারতের মতো দেশে যদি কোটিপতি হতে চান তাহলে সেখানে আপনার হাতে দুটি বিশেষ প্রকল্প রয়েছে। যদি এখানে আপনি হিসেব করে বিনিয়োগ করতে পারেন তাহলে সেখান থেকে আপনি কোটিপতি হতে পারেন। 


এই দুটি প্রকল্প হল ফিক্সড ডিপোজিট এবং এসআইপি যেখান থেকে যদি আপনি সঠিক পরিকল্পনা করে বিনিয়োগ করতে পারেন তাহলে ভাল টাকা রিটার্ন পাবেন।


তবে একটা কথা মনে রাখতে হবে ফিক্সড ডিপোজিটে সুদের হার অনেক কম থাকবে। সেই তুলনায় যদি এসআইপি আপনাকে অনেক বেশি টাকা সুদ দেবে। যদি ফিক্সড ডিপোজিটে আপনি ১০ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে সেখানে আপনাকে সময় দিতে হবে ৩৫ বছর। তাহলে সেখান থেকে যদি ৭ শতাংশ হারে সুদ পান তাহলে আপনি এই সময় পর ১ কোটি ৬ লাখ টাকা পেতে পারেন।


আপনি যদি প্রতি মাসে ১০ হাজার টাকা এসআইপি-তে বিনিয়োগ করেন তাহলে সেখানে ২১ বছরেই আপনি হতে পারেন কোটিপতি। আপনার সুদের হার থাকবে ১২ শতাংশ করে। মোট বিনিয়োগ করা টাকার পরিমান হবে ২৫ লাখ ২০ হাজার টাকা। সুদ পাবেন ৭৯ লাখ ১০ হাজার ৬৭ টাকা। ফাইনাল করপাস হবে ১ কোটি ৪ লাখ টাকা।


এই দুটি হিসেব যদি আপনি দেখেন তাহলে সেখানে ফিক্সড ডিপোজিটের তুলনায় এসআইপি আপনাকে দ্রুত কোটিপতি করে তুলতে পারে। তবে ফিক্সড ডিপোজিট হবে ব্যাঙ্কে। সেটা এসআইপি হবে না। ফলে সেখানে বাজার ঝুঁকি থাকছে। সেটি মাথায় রেখেই আপনাকে বিনিয়োগ করতে হবে।
তবে যেখানেই বিনিয়োগ করবেন তার আগে ভাল করে সমস্ত তথ্য দেখে নেবেন। যদি আপনার কোনও আর্থিক ক্ষতি হয় তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না।