আজকাল ওয়েবডেস্ক: প্রায় এক দশক, পেনশনভোগীরা অবশেষে কিছুটা স্বস্তি পেতে পারেন। কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও) কর্মচারী পেনশন প্রকল্পের (EPS-95) অধীনে ন্যূনতম মাসিক পেনশন ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ২,৫০০ টাকা করার বিষয়ে আলোচনা করতে পারে।
১০ এবং ১১ অক্টোবর বেঙ্গালুরুতে অনুষ্ঠেয় কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ডের (সিবিটি) সভায় এই প্রস্তাবটি গৃহীত হবে বলে আশা করা হচ্ছে।
১১ বছরে এই প্রথম পেনশন বৃদ্ধি?
প্রতি মাসে বিদ্যমান ন্যূনতম ১,০০০ টাকা পেনশন ২০১৪ সালে স্থির করা হয়েছিল। তারপর থেকে তা অপরিবর্তিত রয়েছে। ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় এবং মুদ্রাস্ফীতির সঙ্গে, অনেক কর্মচারী ইউনিয়ন বছরের পর বছর ধরে উল্লেখযোগ্য বৃদ্ধির দাবি করে আসছে। তাদের যুক্তি, ১,০০০ টাকা দিয়ে জীবন চালানো কষ্টসাধ্যই নয়, এক কথায় অসম্ভব।
কয়েকটি ট্রেড ইউনিয়ন প্রতি মাসে ৭,৫০০ টাকা পর্যন্ত বৃদ্ধির দাবি জানালেও, জানা গিয়েছে যে ইপিএফও বোর্ড তা সংশোধন করে ২,৫০০ টাকা করার কথা বিবেচনা করতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সরকারের অনুমোদনের প্রয়োজন হবে।
কারা পেনশন পেতে পারেন
যে কেউ ন্যূনতম ১০ বছর একটানা চাকরি করেছেন এবং ইপিএফও সদস্যের বয়স ৫৮ বছর তাঁরা ইপিএস-এর অধীনে নিয়মিত পেনশনের জন্য যোগ্য বলে বিবেচিত হন।
যে সদস্যরা আগে চাকরি ছেড়ে দেন তাঁরা হয় তাদের জমা হওয়া পেনশন তুলে নিতে পারেন অথবা কম হারে পেনশন বেছে নিতে পারেন।
ইপিএফও ৩.০-এর অধীনে ডিজিটাল রূপান্তর:
পেনশন বৃদ্ধি ছাড়াও, সিবিটি-এর এজেন্ডার আরেকটি প্রধান বিষয় হল উচ্চাকাঙ্ক্ষী ইপিএফও ৩.০ প্রকল্প। এই পরিকল্পনার লক্ষ্য হল সংস্থাটিকে সম্পূর্ণ ডিজিটাল এবং কাগজবিহীন করা।
বিবেচনা করা মূল বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে এটিএম-এর মাধ্যমে সরাসরি পিএফ উত্তোলন, ইউপিআই-এর মাধ্যমে তাৎক্ষণিক উত্তোলন, দ্রুত দাবি নিষ্পত্তি, অনলাইন মৃত্যু দাবি প্রক্রিয়াকরণ এবং স্বয়ংক্রিয় ডেটা ইন্টিগ্রেশন।
চলমান প্রযুক্তিগত পরীক্ষা এবং ইন্টিগ্রেশন কাজের কারণে আগামী বছর এই প্রকল্পটি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
সভা থেকে কী আশা করা যায়?
কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ডের (সিবিটি) সভায় কেবল ন্যূনতম পেনশন বৃদ্ধির উপরই আলোকপাত করা হবে না, বরং বিনিয়োগ নীতি, তহবিল কাঠামো এবং ডিজিটাল সংস্কার নিয়েও আলোচনা করা হবে। অনুমোদিত হলে, সংশোধিত পেনশন লক্ষ লক্ষ অবসরপ্রাপ্ত কর্মচারীকে উপকৃত করতে পারে- যারা দীর্ঘদিন ধরে উন্নত আর্থিক সহায়তার জন্য অপেক্ষা করছিলেন।
ফলে সকলের নজর এখন ১০-১১ অক্টোবরের বৈঠকের দিকে, যেখানে একটি সিদ্ধান্ত দেশজুড়ে লক্ষ লক্ষ পেনশনভোগীদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত স্বস্তি বয়ে আনতে পারে।
আরও পড়ুন- সোনার দাম আকাশছোঁয়া: এখনই বিনিয়োগ করবেন নাকি অপেক্ষাই সেরা কৌশল?
