আজকাল ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রীর ওমান সফর ছিল বেশ জাঁকজমকপূর্ণ। এই সফরে নয়া লুকে ধরা দিলেন  নরেন্দ্র মোদি। ওমানের প্রতিরক্ষা বিষয়ক উপ-প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মোদিকে অভ্যর্থনা জানান। ঐতিহ্যবাহী নৃত্য এবং গার্ড অফ অনার-সহ তাঁকে অত্যন্ত আড়ম্বরের সঙ্গে স্বাগত জানানো হয়। তবে, সোশ্যাল মিডিয়ায় কৌতূহল জাগিয়েছিল মোদির একটি ছবি। ভাইরাল ছবি দেখা যাচ্ছে যে, প্রধানমন্ত্রী বাঁদিকের কানে একটি ছোট, ঝলমলে দুল পরে রয়েছেন। যা নিয়ে নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হয়। প্রশ্ন ওঠে, এটাই কী তাহলে প্রধানমন্ত্রী মোদির নতুন স্টাইল?

যদিও দেশের নানা বিষয়ে প্রধানমন্ত্রী মোদি ব্যস্ত থাকেন, তবুও পোশাক-পরিচ্ছদের প্রেক্ষিতে তিনি যথেষ্টই মনোযোগী বলেই পরিচিত। বিভিন্ন অনুষ্ঠানে তাঁর পরিপাটি, নিখুঁতভাবে তৈরি স্যুট এবং উজ্জ্বল রঙের পোশাক সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে (সেই বন্ধগলা স্যুটের কথা মনে আছে, যেটিতে তাঁর নাম খোদাই করা ছিল) থাকে।

তবে, এবার প্রধানমন্ত্রী মোদির কানে পরা এই ‘দুল’টি কোনও সাধারণ স্টাইলের অনুষঙ্গ ছিল না। কাছ থেকে দেখলে বোঝা যায় যে, এটি একটি রিয়েল-টাইম অনুবাদ যন্ত্র। উচ্চ-পর্যায়ের কূটনৈতিক আলোচনায় মসৃণ যোগাযোগের সুবিধার্থে এই ধরনের যন্ত্র সাধারণত ব্যবহৃত হয়।

বিমানবন্দরে ওমানের উপ-প্রধানমন্ত্রী সাইয়্যেদ শিহাব বিন তারিক আল সাইদের সঙ্গে সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী মোদি এই যন্ত্রটি পরেছিলেন। উল্লেখ্য, উপসাগরীয় দেশ ওমানের সরকারি ভাষা আরবি।

ত্রিদেশীয় সফরে রয়েছেন প্রধানমমন্ত্রী মোদি। তাঁর এই ত্রিদেশীয় সফরের মূল উদ্দেশ্য হল, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা। রাষ্ট্রপ্রধানদের সঙ্গে আলোচনা, ইথিওপিয়ার সংসদে ভাষণ এবং প্রবাসী ভারতীয়দের সঙ্গে সাক্ষাৎ তাঁর এই সফরের অন্যতম অংশ ছিল। এর আগে প্রথম পর্যায়ে মোদি গত সোমবার দিল্লি থেকে তিন দেশের সফরে রওনা হন। গত ১৫ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত রাজা দ্বিতীয় আবদুল্লাহ ইবন আল হুসেনের আমন্ত্রণে জর্ডান সফরে এসেছিলেন তিনি। পরে দ্বিতীয় পর্যায়ে ১৬ থেকে ১৭ ডিসেম্বর ইথিওপিয়া সফরে গিয়েছিলেন তিনি, এবং শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী মোদি সুলতান হাইথাম বিন তারিকের আমন্ত্রণে ১৭ থেকে ১৮ ডিসেম্বর ওমান সফরে রয়েছেন। এটি তাঁর দ্বিতীয় ওমান সফর।

২০১৪ সালে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে গোটা বিশ্বের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে মাঝেমধ্যেই বিদেশ সফরে গিয়েছেন।