আজকাল ওয়েবডেস্ক: ভারত সরকার দেশের মানুষের জন্য বিভিন্ন ধরণের প্রকল্প পরিচালনা করে। বিভিন্ন মানুষের বিভিন্ন চাহিদার কথা মাথায় রেখে সরকার এই প্রকল্পগুলি বাস্তবায়ন করে। বর্তমানে, বিমা মানুষের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। কখন মানুষের বিমার টাকার প্রয়োজন হবে তা বলা যায় না।
তবে অনেকের কাছেই বিমার উচ্চহারে প্রিমিয়াম দেওয়ার জন্য টাকা নেই। ফলে সরকার এই ধরনের দরিদ্র ও অভাবী মানুষদের বিমার সুবিধার কথাও বিবেচনা করে প্রকল্প পরিচালনা করছে। এই ধরণেরই একটি প্রকল্প হল- 'প্রধানমন্ত্রী বিমা সুরক্ষা যোজনা'। এই বিমা প্রকল্পে একজন ভারতীয় মাত্র ২০ টাকা বিনিয়োগ করে দু'লক্ষ টাকার বিমা পাবেন।
কীভাবে এই প্রকল্পের সুবিধা পাবেন? দেখুন...
২০ টাকায় দু'লক্ষ টাকার বিমা-
ভারত সরকারের 'প্রধানমন্ত্রী বিমা যোজনা'র অধীনে দুর্ঘটনা বিমা কভার করা হয়। এই সরকারি প্রকল্পটি দরিদ্র শ্রেণীর লোকদের জন্য। এই প্রকল্পের মাধ্যমে সরকার মাত্র ২০ টাকায় দু'লক্ষ টাকার কভার করে। এই প্রকল্পটি ২০১৫ সালে শুরু হয়েছিল।
আরও সুবিধা-
'প্রধানমন্ত্রী বিমা যোজনা'র অধীনে, যদি কোনও পলিসিধারক দুর্ঘটনায় মারা যান, তাহলে জমা করা অর্থ নমিনিকে তুলে দেওয়া হয়। শুধু তাই নয়, যদি পলিসিধারক অক্ষম হন, তাহলেও তিনি টাকা পান। দুর্ঘটনায় মৃত্যুর পর, নমিনিকে দু'লক্ষ টাকা দেওয়া হয়। যদি ব্যক্তি আংশিকভাবে অক্ষম হন, তাহলে এক লক্ষ টাকা দেওয়া হয়। যদি পলিসিধারক সম্পূর্ণরূপে অক্ষম হন, তাহলে তাকে দু'লক্ষ টাকা দেওয়া হয়।
বার্ষিক প্রিমিয়াম দিতে হবে-
'প্রধানমন্ত্রী বীমা সুরক্ষা যোজনা'য় বার্ষিক ২০ টাকা প্রিমিয়াম দিতে হবে। বিমা কভারের সময়কাল ১ জুন থেকে ৩১ মে পর্যন্ত। ১৮ থেকে ৭০ বছরের মধ্যে যেকোনও ভারতীয় নাগরিক এই প্রকল্পে আবেদন করতে পারবেন। এই প্রকল্পের ফর্মটি আপনার ব্যাঙ্ক বা নিকটতম কমন সার্ভিস সেন্টারে গিয়ে পূরণ করা যেতে পারে। এর প্রিমিয়ামের পরিমাণ অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হয়।
