আজকাল ওয়েবডেস্ক: কালীপুজোর আগেই ভরপুর শীতের আমেজ বাংলা জুড়ে। মঙ্গলবারের মধ্যে জেলায় জেলায় বেশ খানিকটা পারদ নামবে। শীতের আমেজ ফিরবে রাজ্যে। পুবালী হাওয়ার পরিবর্তে উত্তর-পশ্চিমের হাওয়া বইবে। বেশিরভাগ জেলাতেই পরিষ্কার আকাশ। বৃষ্টির সম্ভাবনা নেই।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, কলকাতা ও সংলগ্ন এলাকায় ২০ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা নেমে যাবে আগামী তিন দিনের মধ্যে। পশ্চিমের জেলাগুলিতে এই তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাবে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতে তাপমাত্রা ১৮ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে যেতে পারে বুধবারের মধ্যে। এই সপ্তাহেই শীতের আমেজ ফিরবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। কলকাতা ও সংলগ্ন এলাকায় সকাল এবং সন্ধ্যাতে শীতের আমেজ কিছুটা অনুভূত হলেও পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ বেশি অনুভূত হবে।
অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও শীতের আমেজ ক্রমশ বাড়তে থাকবে। ইতিমধ্যেই শীতের আমেজ অনেকটাই বেড়েছে পার্বত্য এলাকায়।