ট্রোলে জর্জরিত, মেসির সঙ্গে ছবি তোলা বিতর্কের মাঝে কার শরণাপন্ন হলেন শুভশ্রী?
নিজস্ব সংবাদদাতা
১৪ ডিসেম্বর ২০২৫ ২১ : ১০
শেয়ার করুন
1
6
গত ১৩ ডিসেম্বর লিওনেল মেসির ভারত সফরের প্রথম দিন ছিল। এদিন সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। হোটেলে ফুটবলের ঈশ্বরের বরপুত্রের সঙ্গে কিছু সময় কাটান। হাজির ছিলেন মাঠেও। সেই অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিতেই চরম কটাক্ষের মুখে পড়েন। তীব্র ট্রোলিংয়ের মাঝে এদিন কার নাম নিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়? ছবি- ইনস্টাগ্রাম
2
6
শুভশ্রী গঙ্গোপাধ্যায় এদিন তাঁর আগামী ছবি লহ গৌরাঙ্গের নাম রে ছবির প্রমোশন থেকে একগুচ্ছ ছবি ভাগ করেন। এই বিতর্কের মাঝে করা পোস্টটিতে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, 'লহ গৌরাঙ্গের নাম রে।' ছবি- ইনস্টাগ্রাম
3
6
ছবিগুলোতে অভিনেত্রীকে মেরুন শাড়ি এবং ম্যাচিং ফুল স্লিভ ব্লাউজে দেখা যাচ্ছে। সঙ্গে পরেছিলেন সোনালি কানের, চূড়, আংটি। হালকা সাজ এবং খোঁপায় যেন অনন্যা লাগছিল তাঁকে। প্রপস হিসেবে ব্যবহার করেছেন সূর্যমুখী ফুল। ছবি- ইনস্টাগ্রাম
4
6
শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের এই পোস্টেও নেটিজেনরা তাঁকে মেসির সঙ্গে ছবি তোলা নিয়ে কটাক্ষ করেছেন। যদিও অনেকেই আবার তাঁর সাজের প্রশংসা করেছেন। কেউ লিখেছেন 'লক্ষ্মীর মতো লাগছে।' তো কেউ আবার লিখেছেন, 'চোখ ফেরানো যাচ্ছে না এত সুন্দর।' প্রসঙ্গত, 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবিতে অভিনেত্রীকে নাট্য সম্রাজ্ঞী নটী বিনোদিনীর চরিত্রে দেখা যাবে। ছবি- ইনস্টাগ্রাম
5
6
মেসির সঙ্গে ছবি তোলা নিয়ে বিতর্ক শুরু হওয়ায় তাঁর সমর্থনে রবিবার সকালে পোস্ট করেন রাজ চক্রবর্তী। লেখেন, 'গতকালের অনুষ্ঠানে অনেকের মধ্যে আমন্ত্রিত ছিলেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির তরফে শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এবং এই অরাজকতার মাঝে নিজের উপস্থিতির খেসারত দিতে হচ্ছে ওকে। ওর অপরাধ সোশ্যাল মিডিয়ায় মেসি-র সঙ্গে ছবি পোস্ট করা। অভিনেত্রী বলে তিনি মেসির ভক্ত হতে পারেন না? একজন মানুষের লিঙ্গ, পেশা, সম্পর্কের নিরিখে একাধিক সামাজিক পরিচয় থাকে। ঠিক তেমনই শুভশ্রী মা, কখনও বোন, কখনও স্ত্রী, কখনও অভিনেত্রী, কখনও বন্ধু, কখনও আবার কারও ফ্যান। সব কিছুর উপর তিনি একজন মানুষ।' ছবি- ইনস্টাগ্রাম
6
6
একই সুর শোনা যায় অভিনেত্রীর বন্ধু, তথা গায়িকা ইমন চক্রবর্তীর গলাতেও। তিনি একটি ভিডিও পোস্ট করে বলেন, 'গতকাল কলকাতায় যে ঘটনাটা ঘটল সেটা সম্পূর্ণ অনভিপ্রেত। মেনেই নেওয়া যাচ্ছে না। যাঁরা হাজার হাজার, লক্ষ লক্ষ টাকা দিয়ে টিকিট কেটেও মেসিকে দেখতে পাননি, তাঁদের সঙ্গে আমি একদমই সহমত। কিন্তু আমার বক্তব্য অন্য জায়গায়। কাল তো মেসির সঙ্গে শাহরুখ ছবি তুলেছেন। তাঁর ছেলে ছবি তুলেছে। আরও শত, সহস্র মানুষ ছবি তুলেছেন। সেগুলো নিয়ে কথা কম হচ্ছে। সবথেকে বেশি কথা হচ্ছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়, লেডি সুপারস্টার কেন মেসির সঙ্গে ছবি তুলবেন, সেটা নিয়ে। এটা আপনাদের কোথাও মনে হচ্ছে না শুভশ্রী গঙ্গোপাধ্যায় একজন মহিলা বলে তাঁকে বলাটা খুব সহজ? কেউ বলতে পারেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দোষটা কোথায়? এটা শুভ না হয়ে, এক্স, ওয়াই, জেড যেই হতো, যে মহিলাই হতো তাঁকে আপনারা বলতেন। মহিলাদের তাক করাটা খুব সহজ।' ছবি- ইনস্টাগ্রাম