জ্যোতিষশাস্ত্রে ন্যায়াধিপতি বলে মনে করা হয় শনিদেবকে। যেমন কাজ করবেন, তেমনই কর্মফল ভোগ করবেন তাঁর কৃপায়। বর্তমানে মীন রাশিতে অবস্থান করছেন বড়দেবতা। ২০২৬ সালে এই একই রাশিতে বক্রি হবেন তিনি। আর সেই কারণে ঢাইয়া শুরু হবে কিছু রাশির। ছবি-প্রতীকী
2
6
শনির সাড়ে সাতি ভীষণই ভয়াবহ। যে রাশির এই দশা চলে তাঁদের জীবন ছারখার করে দেয়। ঢাইয়া অতটা ক্ষতিকর না হলেও জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। খারাপ সময় শুরু হয়। একের পর এক চ্যালেঞ্জ, বিপদের সম্মুখীন হতে হয়। জেনে নিন আগামী বছর শনি ঢাইয়ার প্রভাব পড়বে কোন কোন রাশির উপর। ছবি-প্রতীকী
3
6
সিংহ: কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ বৃদ্ধি পাবে। পদোন্নতির কথা থাকলে তা আটকে যেতে পারে। এক কাজ শেষ করতে দীর্ঘ সময় লাগবে। জলের মতো হুহু করে টাকা বেরোবে। আয় বাড়লেও, সঞ্চয় হবে না। বৈবাহিক সম্পর্কে টানাপোড়েন চলবে। পরিবারে সুখ বিঘ্নিত হবে। ছবি-প্রতীকী
4
6
ধনু: উঁচুতলার কারও প্রভাবে চাকরি নিয়ে টানাটানি পড়তে পারে। সমঝে, বুঝে কথা বলবেন, কাজ করবেন। হঠাৎ করে চাকরি বদলের সিদ্ধান্ত না নেওয়াই ভাল। আর্থিক বিষয়ে টানাপোড়েন চলবে। কোনও বিপদ, সমস্যায় পরিবারের সাহায্য পাবেন না। প্রেমের সম্পর্কে তিক্ততা বাড়বে। কোমরের ব্যথায় ভুগতে পারেন। ছবি-প্রতীকী
5
6
মনে রাখবেন শনির ঢাইয়া কিন্তু কখনই সানসাইন অনুযায়ী বিচারিত হয় না। সর্বদা জন্মরাশি বা মুনসাইন অনুযায়ী বিচার করা হয়। এতে পদে পদে বাধা বিপত্তি আসে, মানসিক চাপ বাড়ে। কর্মজগৎ এবং বাড়িতে, উভয় জায়গাতেই চ্যালেঞ্জ বৃদ্ধি পায়। ছবি-প্রতীকী
6
6
কী করলে বিপদ কমানো যেতে পারে? শনির ঢাইয়ার খারাপ প্রভাব কাটাতে ওম শাম শনিচার্য নমঃ পাঠ করুন প্রতি শনিবার। কালো তিল, সর্ষের তেল বা লোহার জিনিস দান করুন। জীবনে অনুশাসন বজায় রাখুন। ধৈর্য ধরুন। ন্যায় এবং সৎ পথে চলুন। ছবি-প্রতীকী