সালটা ২০২৪, 'বহুরূপী' বনাম 'টেক্কা' নিয়ে দারুণ বিতর্কের সৃষ্টি হয়। অভিনেতা-সাংসদ দেবের অনুরাগীরা অকথ্য ভাষায় আক্রমণ করেন প্রযোজক-পরিচালক-অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে। এই ঘটনার জেরে পুলিশের দ্বারস্থ পর্যন্ত হন পরিচালক, অভিনেতার স্ত্রী জিনিয়া সেন। বিতর্কের জল বহুদূর গড়ায়। কিন্তু সে সমস্ত কিছুই অতীত। পুরনো তিক্ততা ভুলে একমঞ্চে দেখা গেল দেব এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে। নেপথ্যে ফেডারেশনের উৎকর্ষ সম্মান। 

১৪ ডিসেম্বর শহরে অনুষ্ঠিত হচ্ছে ফেডারেশন উৎকর্ষ সম্মান। মূলত পর্দায় পিছনে যে কলাকুশলীরা থাকেন, একটি ছবির সাফল্য হোক বা ব্যর্থতা, সেটি তৈরি করতে যাঁদের অবদান অনেকখানি সেই মানুষদের সম্মান জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের নেতৃত্বে। এই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন দেব এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় দুজনেই। স্বরূপ বিশ্বাসের আমন্ত্রণে দেব এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় দু'জনেই একই সঙ্গে মঞ্চে ওঠেন। পুরনো বিবাদ, তিক্ততা ভুলে হাত মেলান। গলাগলি করেন। 

দেব এদিন একটি লাল রঙের কোঅর্ড সেট পরে এসেছিলেন। অন্যদিকে শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে অল ব্ল্যাক লুকে দেখা গেল। মঞ্চে উঠে শিবপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, 'এমন একটা অনুষ্ঠানে আসতে পেরে ভাল লাগছে। একজন পরিচালক, অভিনেতা, প্রযোজক হিসেবে বলতে পারি, এঁরা সকলেই একটা টিমের অংশ মাত্র। গোটা টিম তৈরি করেন এই সমস্ত কলাকুশলীরা। একটা সিনেমা যখন তৈরি হয়, এই কলাকুশলী, সবাই মিলেই আমরা তৈরি করি। তাঁরা যখন প্রত্যেকে মিলেমিশে কাজ করেন, তার থেকে ভাল আর কিছুই হয় না। আমি ধন্যবাদ জানাব ফেডারেশনকে, ধন্যবাদ জানাব যতজন সিনে ওয়ার্কার্স রয়েছেন সকলকে। বিশেষ ধন্যবাদ জানাব সভাপতি স্বরূপ বিশ্বাসকে। নেপথ্যে থাকা মানুষদের সামনে নিয়ে আসা একটা বিরল ঘটনা। জানি না এর আগে অন্য কোনও ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন কোনও উদ্যোগ নেওয়া হয়েছে কিনা। আমরা সবসময় এই নেপথ্যের মানুষদের দেখতে পাই না, এঁরা সবসময় প্রদীপের আলোয় আসেন না।' 

প্রসঙ্গত, 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য' ছবিটি নিয়ে যখন দেব এবং সৃজিত মুখোপাধ্যায়ের মধ্যে সমস্যা তৈরি হয়েছিল সেই সময় সেই ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে সৃজিত মুখোপাধ্যায়কে নিয়ে এসে সেই সমস্যা মিটিয়েছিলেন অভিনেতা। সম্প্রতি 'প্রজাপতি ২' ছবির প্রচারে যখন আজকাল ডট ইন-এর তরফে অভিনেতা, সাংসদকে জিজ্ঞেস করা হয়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে হওয়া সমস্যা কি তিনি আসন্ন ছবির প্রচারে মেটাবেন? অভিনেতা জানিয়ে দেন তাঁদের দু'জনের ছবি একসঙ্গে বড়দিনে আসছে না। ফলে সেই ঘটনা ঘটার অবকাশ নেই। এমনকী গত বছর দু'জনের মধ্যে যখন এই জটিলতা তৈরি হয় শিবপ্রসাদ জানিয়েছিলেন তিনি দেবের থেকে কোনও ফোন পাননি। তা না হলেও, এদিন ফেডারেশনের অনুষ্ঠানে দু'জনের মধ্যে সমস্যা যে মিটল সেটা বলাই যায়। দেব একাধিক সাক্ষাৎকারে বলেছেন, তিনি সকলকে নিয়ে চলতে চান ইন্ডাস্ট্রির স্বার্থে। সেই ছবিটিই যেন এদিন আরও একবার দেখা গেল। 

প্রসঙ্গত, দেব অভিনীত এবং প্রযোজিত 'প্রজাপতি ২' ছবিটি আগামী ২৫ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পাচ্ছে। অভিজিৎ সেন পরিচালিত সেই ছবিতে রয়েছেন মিঠুন চক্রবর্তী, ইধিকা পাল, জ্যোতির্ময়ী কুণ্ডু প্রমুখ। অন্যদিকে উইন্ডোজ প্রোডাকশন হাউজ প্রযোজিত 'ভানুপ্রিয়া ভূতের হোটেল' ছবিটি মুক্তি পাবে ২৩ জানুয়ারি। উক্ত দুই তারকার ছবিই একসঙ্গে চলতি বছর পুজোয় মুক্তি পেয়েছিল।