আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণা বাতাসের দিন শেষ। ক্রমশ প্রভাব বিস্তার করছে উত্তর-পশ্চিম ও উত্তরের হাওয়া। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটিয়ে শীতল উত্তুরে হাওয়ায় শীতের আমেজ জেলায় জেলায়। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। জলীয়বাষ্প ক্রমশ কমবে। আর্দ্রতাজনিত অস্বস্তি কাটিয়ে ফিরছে শুষ্ক আবহাওয়ার মরসুম।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে সকাল, সন্ধ্যা শীতের আমেজ ক্রমশ বাড়বে। আগামী দুই দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। বিশেষ করে রাতের তাপমাত্রা অনেকটা কমে যাওয়ায় শীতের আমেজ ক্রমশই বাড়তে থাকবে।
নভেম্বর মাসের শুরু থেকে ফের ক্রমশ বাড়বে তাপমাত্রা। তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে নভেম্বরের প্রথম তিন চার দিনে। হেমন্তের পরিবেশে তাপমাত্রা ওঠানামা করবে আগামী বেশ কিছুদিন।
কলকাতায় রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। উত্তর থেকে দক্ষিণে ক্রমশ বাড়ছে শীতের আমেজ।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে সকাল, সন্ধ্যা শীতের আমেজ ক্রমশ বাড়বে। আগামী দুই দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। বিশেষ করে রাতের তাপমাত্রা অনেকটা কমে যাওয়ায় শীতের আমেজ ক্রমশই বাড়তে থাকবে।
নভেম্বর মাসের শুরু থেকে ফের ক্রমশ বাড়বে তাপমাত্রা। তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে নভেম্বরের প্রথম তিন চার দিনে। হেমন্তের পরিবেশে তাপমাত্রা ওঠানামা করবে আগামী বেশ কিছুদিন।
কলকাতায় রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। উত্তর থেকে দক্ষিণে ক্রমশ বাড়ছে শীতের আমেজ।
