আজকাল ওয়েবডেস্ক: সকালে রোদ-মেঘের খেলা চললেও, বেলা গড়ালেই আবহাওয়ার পরিবর্তন। উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দুর্যোগের ভ্রূকুটি। ঝেঁপে বৃষ্টির নামার পর জল জমতে পারে নিচু এলাকায়। বাড়তে পারে নদীর জলস্তর। দুর্যোগ, দুর্ভোগ চলতি সপ্তাহ জুড়েই চলবে বাংলায়।

 

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের ১৫টি জেলায় কমলা, হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ভারি থেকে মাঝারি বৃষ্টি হবে। কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর,পূর্ব বর্ধমান ও নদিয়ায়। হলুদ সতর্কতা জারি কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। 

 

হাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে দক্ষিণ বাংলাদেশের নিম্নচাপ সরে গিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করছে। এই নিম্নচাপ আরও শক্তিশালী হবে আগামী ২৪ ঘণ্টায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শুক্রবারেও ভারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

 

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, মালদহে, দুই দিনাজপুরেও প্রবল বৃষ্টি হবে। আপাতত বৃষ্টি কমার সম্ভাবনা নেই।