'বিগ বস'-এর 'কনট্রোভার্সি কুইন' রাখি সাওয়ান্তকে নিয়ে চর্চা যেন থামার নাম নেই। প্রেম, বিয়ে আর বিচ্ছেদ—এই তিন শব্দই যেন রাখির জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। বলিপাড়ার অন্দরের খবর, রিতেশ সিং এবং আদিল খান দুরানির সঙ্গে তিক্ত দাম্পত্যের পর আবারও বিয়ের পিঁড়িতে বসার প্রস্তুতি নিচ্ছেন বলিউড অভিনেত্রী। তবে এবার আর গোপনে নয়, একেবারে জাঁকজমকপূর্ণ স্বয়ম্বর-এর মাধ্যমে নিজের জীবনসঙ্গী বেছে নিতে চান তিনি।
মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, রাখি সাওয়ান্ত খুব শীঘ্রই ‘রাখি কা স্বয়ম্বর’ এর দ্বিতীয় সিজন নিয়ে ফিরছেন। ২০০৯ সালে তাঁর প্রথম স্বয়ম্বর আয়োজিত হয়েছিল, যেখানে তিনি এনলেশ পারুঞ্জওয়ালাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন। যদিও সেই সম্পর্ক শেষ পর্যন্ত পূর্ণতা পায়নি। এবার রাখি ফের একবার জাতীয় টেলিভিশনে নিজের ‘বর’ খুঁজতে নামছেন। তবে এবারের বিশেষত্ব হল, এই স্বয়ম্বরে তিনি তাঁর দুই প্রাক্তন স্বামী—রিতেশ এবং আদিলকেও আমন্ত্রণ জানাতে চান!
এক সাক্ষাৎকারে রাখি জানান, তিনি দেখতে চান তাঁর প্রাক্তনরা তাঁকে নতুন কারওর সঙ্গে ঘর বাঁধতে দেখে কেমন প্রতিক্রিয়া দেখান। অভিনেত্রী মনে করেন, তাঁর জীবনে আসা পুরুষরা তাঁকে কেবল ব্যবহারই করেছেন। তাই এবার তিনি অত্যন্ত সতর্ক হয়ে নিজের সিদ্ধান্ত নিতে চান। জীবনের একের পর এক ঝড় ঝাপটা পেরিয়ে রাখি এখন অনেক বেশি অভিজ্ঞ। তিনি জানিয়েছেন, শত অপমানের পরেও তিনি ভালবাসার ওপর থেকে বিশ্বাস হারাননি। তিনি বিশ্বাস করেন, কোথাও না কোথাও তাঁর জন্য সঠিক মানুষটি অপেক্ষা করে আছেন।
সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে শোরগোল পড়ে গিয়েছে। কেউ কেউ রাখির এই সিদ্ধান্তকে নিছক সস্তা পাবলিসিটি স্টান্ট হিসেবে দেখছেন, আবার অনেকের মতে, রাখি বিনোদন জগতে নিজের দল ধরে রাখার জন্য এই কাজ করছেন। যদিও ট্রোলিং বা সমালোচনা রাখিকে কোনওদিনই দমাতে পারেনি।
বিয়ের এই নতুন পরিকল্পনা নিয়ে রাখি এখন বেশ ব্যস্ত। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তবে খুব শীঘ্রই ছোটপর্দায় দেখা যাবে রাখির বরের খোঁজ। প্রাক্তনদের উপস্থিতিতে রাখির এই দ্বিতীয় স্বয়ম্বর কতটা নাটকীয় হবে, তা নিয়ে এখন থেকেই জল্পনা তুঙ্গে। তবে শেষ পর্যন্ত তিনি কি থিতু হতে পারবেন? নাকি আবারও কোনও নতুন বিতর্কের জন্ম দেবেন? সেটাই এখন বড় প্রশ্ন। সব মিলিয়ে নেটিজেনদের মতে, রাখি সাওয়ান্তের জীবন মানেই বিনোদনের এক রঙিন ক্যানভাস, যেখানে প্রতি মুহূর্তে বদলে যায় রঙের খেলা!
