মিল্টন সেন, হুগলি: নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে লরি উল্টে বিপত্তি। চাঞ্চল্য পান্ডুয়ায়। বাড়ির উপর উল্টে যায় ইটবোঝাই একটি লরি। কোনওক্রমে প্রাণে বাঁচেন বাড়ির বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে হুগলির পান্ডুয়া থানার অন্তর্গত দে পাড়া এলাকায়। ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছে গাড়ির চালক সহ খালাসিকে আটক করে পান্ডুয়া থানার পুলিশ। জানা গেছে, এদিন দুপুরে বাড়ির রান্নাঘরে রান্না করছিলেন সমীরন টুডু ও আরতি হেমব্রম এর পরিবারের সদস্যরা। আচমকাই তাঁরা শুনতে পান এক বিকট শব্দ। তড়িঘড়ি পেছন ফিরতেই দেখেন তাদের বাড়ির চাল ও পাঁচিল ভেঙে পড়তে শুরু করেছে। দৌড়ে রান্না ঘর থেকে বেরিয়ে এসে তাঁরা দেখেন, একটি ইটবোঝাই লরি উল্টে পড়েছে তাদের বাড়ির উপর। ভেঙে পড়েছে বাড়ির একাংশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পান্ডুয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, খালাসি গাড়ি চালাচ্ছিল, গাড়ির ড্রাইভার পাশে বসেছিলেন। যার ফলে ঘটে এই দুর্ঘটনা। গাড়ির চালক ও খালাসিকে আটক করেছে পুলিশ।
