চলতি বছরের দুর্গাপুজোর সময় একই সঙ্গে দেবের অভিনীত এবং প্রযোজিত 'রঘু ডাকাত' এবং উইন্ডোজ প্রোডাকশন হাউজের প্রযোজিত 'রক্তবীজ ২' মুক্তি পেয়েছিল। সেই সময় দারুণ বিতর্কের সৃষ্টি হয় হল পাওয়া এবং শো সংখ্যা নিয়ে। এই বিতর্কের জল বহুদূর গড়ায়। তবে কেবল এই বছর নয়, গত বছরও যখন পুজোয় 'টেক্কা' এবং 'বহুরূপী' একসঙ্গে মুক্তি পেয়েছিল সেই সময়ও একই রকম জটিলতা তৈরি হয়। অবশেষে অতীতের সমস্ত তিক্ততা ভুলে এদিন একসঙ্গে এক মঞ্চে দেখা গেল দেব এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে। অনুষ্ঠানের পর শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের আকণ্ঠ প্রশংসা করতে দেখা যায় দেবকে।
দেব এদিন ফেডারেশন আয়োজিত ফেডারেশন উৎকর্ষ সম্মান থেকে বেরোনোর সময় শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের প্রশংসায় বলেন, "শিবু আমার খুব কাছের মানুষ। বাংলার গর্ব। শিবু এবং নন্দিতাদি বাংলার মানুষকে, বাংলা ইন্ডাস্ট্রিকে, সিনেমাপ্রেমীদের যা উপহার দিয়েছে সেটাকে অস্বীকার করা যাবে না। দেখুন, আমি ওদের মতো ট্যালেন্টেড নই। ওরা নিজেরাই লেখক, পরিচালক, প্রযোজক, অভিনেতা। আমি কেবল একজন শিল্পী। আমি এটা পাইনি বলেই নিজে প্রযোজক হলাম। ক্রিয়েটিভ ডিরেক্টর হলাম কারণ আমি যেভাবে বাংলা ছবিকে দেখতে চাইছি সেটা পাইনি, তার জন্য। আমার নামের পাশে অভিনেতা ছাড়া আর যা যা তকমা বসেছে, সব আমার ভিতরের খিদে থেকে থেকে, কারণ আমি পাচ্ছিলাম না, করতে পারছিলাম না, বিষয় পাচ্ছিলাম না বলে হয়েছি।" দেব এদিন বলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। অভিনেতা, সাংসদের কথায়, "শিবু, নন্দিতাদি, উইন্ডোজের অবদান স্বর্ণাক্ষরে লেখা উচিত, যেভাবে এসভিএফ, সুরিন্দর ফিল্মসের অবদান আছে। এটাকে অস্বীকার করা যাবে না। লড়াইটা এটা নয় যে কে কত বড়। লড়াই এটা নিয়ে যে আমরা সবাই মিলে ইন্ডাস্ট্রিকে কত বড় করতে পারলাম।"
এই অনুষ্ঠানের বিষয়েও এদিন দেব কথা বলেন। তাঁর মতে, "যাঁরা ক্যামেরার সামনে থাকেন বা প্রতিটি বিভাগের হেডরা সমস্ত ক্রেডিট নিয়ে যান। কিন্তু সিনেমা বানাতে অজস্র মানুষ লাগে। তাঁদের সবাইকে নিয়ে একটা গোটা টিম। তাঁদের সবাইকে নিয়ে এই অনুষ্ঠান, তাঁদের জন্য এই অনুষ্ঠান। দারুণ একটা উদ্যোগ। আমার মনে হয় ভারতে এটা প্রথমবার কোনও ফেডারেশন, কোনও আঞ্চলিক ইন্ডাস্ট্রি কলাকুশলীদের সম্মান জানাচ্ছে।"
দেব এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলেন ১৩ ডিসেম্বর যুবভারতীতে মেসির অনুষ্ঠানে তৈরি হওয়া বিশৃংখলা নিয়েও। জানান গোটা ঘটনায় তিনি ব্যথিত। তাঁর কথায়, "যাঁরা ওখানে গিয়েছিলেন কেবল তাঁদের জন্য নয়, গোটা বাংলার জন্য একটা দাগ হয়ে গেল। এখানে অনেক বড় বড় মানুষ আসেন, শিল্পীরা আসেন, বড় বড় ইভেন্ট হয়। হাজার হাজার মানুষ সেখানে যান। কিন্তু কালকের ঘটনা সেই ইমেজটাকে নষ্ট করল বলে আমার মনে হয়। আমার ভীষণ কষ্ট হয়েছে। বাংলায় আমরা যেটা করতে পারিনি, অন্য রাজ্য সেটা করে দেখাল। তবে আমরা এখান থেকে কামব্যাক করব। যেটা কাল ঘটেছে সেটা তো অস্বীকার করা যাবে না, কিন্তু কীভাবে রিকভার করা যাবে দেখতে হবে।"
প্রসঙ্গত এদিন, শহরে অনুষ্ঠিত হচ্ছে ফেডারেশন উৎকর্ষ সম্মান। মূলত পর্দায় পিছনে যে কলাকুশলীরা থাকেন, একটি ছবির সাফল্য হোক বা ব্যর্থতা, সেটি তৈরি করতে যাঁদের অবদান অনেকখানি সেই মানুষদের সম্মান জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের নেতৃত্বে। এই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন দেব এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় দুজনেই। স্বরূপ বিশ্বাসের আমন্ত্রণে দেব এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় দু'জনেই একই সঙ্গে মঞ্চে ওঠেন। পুরনো বিবাদ, তিক্ততা ভুলে হাত মেলান। গলাগলি করেন।
