ধীরে ধীরে নিজের খেলা দেখাচ্ছে শীত। তার কামড় বেশ ভালোই অনুভব করছে রাজ্যবাসী। ভোরের দিকে শীত তো থাকছেই। পাশাপাশি দিনের বেলাতেও থাকছে গায়ে গরম জামা।
2
7
দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে রাতের দিকে তাপমাত্রা ইতিমধ্যে ১০ ডিগ্রির কাছে নামছে। এই পরিস্থিতি এখন চলবে বলেই জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।
3
7
উত্তুরে হাওয়ার দাপট এখন দিনভর থাকছে। পাশাপাশি রাতের দিকে এই বাতাস একেবারে কাঁটার মতো বিঁধছে। কলকাতায় বিগত কয়েকদিন ধরেই তাপমাত্রা ১৫ ডিগ্রির কাছে ঘুরছে।
4
7
দার্জিলিংয়ে তাপমাত্রা ৫ ডিগ্রিতে নেমে গিয়েছে। ধীরে ধীরে তা আরও কমবে। শীতের পাশাপাশি রয়েছে কুয়াশার দাপট। এই পরিস্থিতি এখন চলবে।
5
7
বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া জেলার তাপমাত্রা ধীরে ধীরে নামছে। এই পরিস্থিতি আগামীদিনে আরও থাকবে। আগামী এক সপ্তাহের মধ্যে আরও পারদ পতনের সম্ভাবনা রয়েছে।
6
7
দক্ষিণ ২৪ পরগনার বেশ কয়েকটি অংশে তাপমাত্রা অনেকটা কমেছে। সেখানে ক্যানিং, নামখানার দিকে রাতের দিকে তাপমাত্রা ১৪ ডিগ্রি থাকছে।
7
7
বড়দিনের আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই শীতের আমেজ বাড়বে। শীতল উত্তুরে হাওয়া রাজ্যের ওপর দিয়ে বইছে। এবার বর্ষবরণের রাতে তা কোথায় গিয়ে থাকে সেটাই দেখার।