আজকাল ওয়েবডেস্ক: উত্তরপাড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ড এলাকার একটি আবাসনের ভিতর থেকে বৃহস্পতিবার হঠাৎ দুর্গন্ধ পান বাসিন্দারা। পুলিশ এসে দরজা ভেঙে মৃত অবস্থায় উদ্ধার করল এক ব্যাক্তির মৃতদেহ।
জানা গিয়েছে, মৃত ব্যাক্তির নাম গৌতম পাল। প্রতিবেশীরা জানান, ওই ব্যক্তিকে তিনদিন আগে তাঁরা শেষ দেখতে পেয়েছিলেন। এদিন মৃতের ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পেয়ে তাঁদের সন্দেহ হয়। পুলিশে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।
মৃতের আত্মীয় এবং প্রতিবেশীরা জানান, শারীরিক ভাবে অসুস্থ ছিলেন গৌতম পাল নামে ওই ব্যক্তি। শরীর খারাপ থাকার কারণে উত্তরপাড়া হাসপাতালেও ভর্তি করা হয়েছিল কিছুদিন আগে। ফ্ল্যাটে একাই থাকতেন।
মৃত ব্যক্তির বৌদি জানান, হিন্দমোটর থেকে এসে তিনি খাবার দিয়ে যেতেন। ইদানিং তাঁকে খাবার দিয়ে যেতে বারণ করতেন গৌতমবাবু। দু'সপ্তাহ আগে শেষ বার খাবার দিতে এসেছিলেন তিনি। ঠিক কী কারণে ওই ব্যক্তির মৃত্যু ঘটল তা তদন্ত করে দেখছে পুলিশ।
