আজকাল ওয়েবডেস্ক: উত্তরবঙ্গে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি। পারিবারিক অনুষ্ঠান ছাড়াও গত কয়েকদিনে পরপর কর্মসূচি ছিল তাঁর। সূত্রের খবর, আগামী ১২ ডিসেম্বর উত্তরবঙ্গে কর্মসূচি রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। জানা গিয়েছে শিলিগুড়িতে বিজেপি বিধায়কের সভা রয়েছে বলে। শুধু ১২ তারিখ নয়, তারপরে ১৬ তারিখেও উত্তরবঙ্গে কর্মসূচি রয়েছে বিজেপি নেতার। নাগরাকাটা এবং কুমারগ্রামে সভা করার কথা রয়েছে শুভেন্দুর। অন্যদিকে একগুচ্ছ কর্মসূচির পর ১০ ডিসেম্বর বানারহাটে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ কর্মসূচি ছিল রাজ্যের মুখ্যমন্ত্রীর। চিরাচরিত মেজাজে দীর্ঘ পথ পায়ে হেঁটে মানুষের সঙ্গে কথা বলেন। সোমবারও কর্মসূচি রয়েছে তাঁর। ঠিক তার পরেই বিরোধী দলনেতার উত্তরবঙ্গ সফরের খবর বেশ তাৎপর্য পূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।