আজকাল ওয়েবডেস্ক: তৃণমূলকে গদি থেকে সরাতে গেলে প্রয়োজন আছে সিপিএমের। শনিবার খেজুরির সভা থেকে এমনই দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। শুভেন্দু বলেন, "সিপিএমের অনেক নেতা বাড়িতে বসে রয়েছেন। তাঁদের সঙ্গে আমার কথা হয়েছে। আমি ওই নেতাদের লোকসভা ভোটের আগে বিজেপির হয়ে মাঠে নামাব।

আমার সঙ্গে সকলের কথা হয়েছে।” এদিন খেজুরির সভা থেকে বিভিন্ন বিষয়ে কথা বলেন শুভেন্দু অধিকারী। দলের কর্মীদের ওপর পুলিশের জুলুমবাজি নিয়েও এদিন রাজ্যের শাসক দলকে দায়ী করেন রাজ্যের বিরোধী দলনেতা।