আজকাল ওয়েবডেস্ক: বুধবার থেকে শুরু হয়েছে দক্ষিণ ২৪ পরগনা বন বিভাগের কুলতলি বিট অফিস থেকে এই বছরে সুন্দরবনে মধু সংগ্রহের ছাড়পত্র দেওয়া। বিএলসি ইস্যু করা শুরু করেছে বনদপ্তর। মোট ৪৩০ জন সদস্য ৯১টি দলে রয়েছে। যারা সুন্দরবনের গভীর জঙ্গল থেকে মধু সংগ্রহ করতে পারবে। বনদপ্তরের পক্ষ থেকে যে সমস্ত মৌলেরা সুন্দরবনে মধু সংগ্রহ করতে যাচ্ছেন তাদের বিএলসি মাস্ক, স্যানিটাইজার, গ্লাভস এবং ২ লক্ষ টাকার জীবন বীমা প্রদান করা হয়েছে। এবছর সংগ্রহের লক্ষ্যমাত্রা ১০ মেট্রিক টন মধু। গত বছর উৎপাদন ছিল ১৭ মেট্রিক টন মধু। এবছর এ’গ্রেডের মধু ৩০০ টাকা ও বি’গ্রেড ২৬৫ টাকা প্রতি কেজি কিনে নেবে বনদপ্তর।
