মিল্টন সেন,হুগলি: মা ও মেয়ের একসঙ্গে আত্মহত্যার চেষ্টা। মাকে বাঁচানো গেলেও মৃত্যু হয়েছে মেয়ের। মৃত মেয়ের নাম বিপাশা মুখার্জি। চিকিৎসাধীন গুরুতর আহত মা কৃষ্ণা মুখার্জি। জানা গিয়েছে, গলায় ফাঁস লাগিয়ে মেয়ে বিপাশা ও হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করে মা কৃষ্ণা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হুগলির কোন্নগর ক্রাইফার রোড সংলগ্ন এলাকায় অরণি অ্যাপার্টমেন্টে। অরণি অ্যাপার্টমেন্টে বছর ৭ আগে ফ্ল্যাট কিনে থাকতে আসেন মুখার্জি পরিবার। বুদ্ধদেব মুখার্জি ও কৃষ্ণা মুখার্জির একমাত্র মেয়ে ছিলেন বিপাশা। বছর ৩৫-এর বিপাশা ছিলেন অবিবাহিত। সংসার চলত মা ও বাবার পেনশনের টাকায়। বাবা বুদ্ধদেব মুখার্জি শারীরিকভাবে অসুস্থ এবং শয্যাশায়ী। পারিবারিক অবস্থার অবনতি ও মানসিক অবসাদের জেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন বিপাশা। মেয়ের আত্মহত্যা দেখে তার মা কৃষ্ণা মুখার্জিও হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেন। প্রতিবেশী আবাসিকরা এসে কৃষ্ণা মুখার্জিকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে তিনি প্রাণে বেঁচে যান। তবে গলায় ফাঁস লাগার ফলে মৃত্যু হয় বিপাশার। কোন্নগর ফাঁড়ির পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।