আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদ জেলাতে সর্ষে চাষ বাড়ানোর জন্য বিশেষ উদ্যোগ নিল জেলা কৃষি দপ্তর। মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকে মহিলাদের মধ্যে সর্ষে চাষের বিষয়ে উৎসাহ জাগানো এবং সর্ষে চাষের জমির পরিমাণ বাড়ানোর লক্ষ্য নিয়ে ফরাক্কা ব্লকের ৪৩৫ জন মহিলার হাতে মঙ্গলবার বিনামূল্যে তুলে দেওয়া হল উচ্চ উৎপাদন ক্ষমতা সম্পন্ন সর্ষে বীজ। কৃষি দপ্তরের কর্তারা আশাবাদী, এর ফলে একদিকে যেমন মুশিদাবাদের সর্ষে চাষের পরিমাণ বাড়বে, পাশাপাশি মহিলারা স্বাবলম্বী হয়ে উঠবেন।
ফরাক্কা ব্লকের সহ কৃষি অধিকর্তা বিক্রান্ত সাহা বলেন, 'উচ্চ উৎপাদন ক্ষমতাশীল পিএম ২৮ জাতের সর্ষে আমরা ৪৩৫ জন মহিলার হাতে তুলে দিয়েছি। প্রত্যেক মহিলাকে বিঘা প্রতি এক কেজি হিসেবে এই সর্ষের বীজ দেওয়া হয়েছে। উচ্চ উৎপাদন ক্ষমতাশীল এই সর্ষে চাষ করলে মহিলারা যেমন অতিরিক্ত ২০ শতাংশ ফলন পাবেন, তেমনই তাঁদের আয় বৃদ্ধি পাবে।'
সহকারী কৃষি অধিকর্তা জানান, মহিলাদের হাতে সর্ষে চাষের জন্য বীজ তুলে দেওয়ার পাশাপাশি তাঁদেরকে বীজ শোধনকারী ফাঙ্গিসাইড এবং জৈব সার দেওয়া হয়েছে। উন্নতমানের যে সর্ষে বীজ মহিলাদের হাতে তুলে দেওয়া হয়েছে তার প্রত্যেকটি সার্টিফাইড। এই জাতের সর্ষে চাষ করলে মহিলারা এবং কৃষকেরা অন্য জাতের সর্ষের থেকে কুড়ি শতাংশ অতিরিক্ত ফলন পাবেন।
তিনি জানান, খুব শীগ্রই চাষীদেরকে মসুর এবং ছোলার বীজ দেওয়া হবে। এছাড়াও কৃষি দপ্তরের তরফ থেকে আগামী দিনে মুর্শিদাবাদের আর্সেনিকপ্রবণ এলাকাগুলোতে ভুট্টার বীজ ক্যাম্প করে কৃষকদেরকে দেওয়া হবে বলেও ওই আধিকারিক জানান।
