আজকাল ওয়েবডেস্ক:‌ রায়গঞ্জে শুটআউট। গুলিবিদ্ধ এক সরকারি কর্মী। জানা গেছে মৃতের নাম দীনেশ সাহা (‌৫৩)‌। রায়গঞ্জের বীজ নিগমের চর্তুথ শ্রেণির কর্মী। রায়গঞ্জ শহরের ৫ নম্বর ওয়ার্ডের হরিসভা মাঠ এলাকার একটি ভাড়াবাড়িতে স্ত্রী, সন্তানকে নিয়ে থাকতেন তিনি। অবশ্য শহরের উকিলপাড়ায় পৈতৃক বাড়ি আছে ‌তাঁর। গত চার মাস আগে মালদা থেকে বদলি হয়ে ভাড়াবাড়িতে থাকতেন। বুধবার রাতে দোকান থেকে ডিম আর পাউরুটি নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। অভিযোগ, সেই সময় দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। রাস্তায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। গুলি করে দুষ্কৃতীরা বাইকে করে পালায়। ঘটনাস্থলেই মারা যান তিনি। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান, পরিচিত লোকজনই দীনেশ সাহাকে খুন করেছে। ইতিমধ্যেই মৃতের কাকা ও ভাইপোকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।