সনাতন ধর্মে পৌষ অমাবস্যার বিশেষ তাৎপর্য রয়েছে। চলতি বছরের এই অমাবস্যা আগামী ১৯ ডিসেম্বর পড়েছে। জেনে নিন এই দিনটির গুরুত্ব, কী কী করণীয় এবং যাঁদের শনির দোষ রয়েছে তাঁরা কী করবেন সমস্যা থেকে মুক্তি পেতে। ছবি- প্রতীকী
2
5
পৌষ অমাবস্যার গুরুত্ব: পৌষ অমাবস্যা মোক্ষলাভের জন্য আদর্শ দিন। মনে করা হয়, এদিন উপোস করলে পূর্বপুরুষদের আশীর্বাদ তো পাওয়া যায়ই, সঙ্গে ব্রহ্মা, ইন্দ্র, সূর্য, অগ্নি, বায়ু, সাধ্য়, পশু, পাখিদের আশীর্বাদও পাওয়া যায়। যাঁদের সন্তান নেই, শত চেষ্টার পরেও বিফল হচ্ছেন, তাঁরা এদিন উপোস করে, পূরপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করলে শুভ ফল পান বলেই মনে করা হয়। ছবি- প্রতীকী
3
5
কী কী করে উচিত পৌষ অমাবস্যার দিন? যেহেতু পৌষ অমাবস্যার দিনটিকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়, সেহেতু এদিন গঙ্গাস্নান করা অত্যন্ত শুভ। গরিব, দুঃস্থদের জামাকাপড়, খাবার দেওয়া উচিত। গঙ্গাস্নান না হলেও সূর্যদেবের কাছে প্রার্থনা করে কোনও পুকুর, ঝিল বা নদীতে স্নান করতে পারেন। অন্যথায়, বাড়িতে গঙ্গার জল থাকলে সেটা নিয়ে স্নানের জলে মিশিয়ে স্নান করুন। ছবি- প্রতীকী
4
5
পিতৃ এবং শনির দোষ কাটাতে কী করবেন এদিন জেনে নিন: পিতৃ বা শনির দোষে জীবন অতিষ্ঠ? তাহলে এদিন অবশ্যই শ্রাদ্ধ করুন তাঁদের আত্মার শান্তি কামনা করে। তিল, জামাকাপড়, খাবার দান করুন তাঁদের নাম করে। এটা করলে পিতৃ দোষ তো কাটবেই, একই সঙ্গে কাটবে শনির দোষ। বট গাছের পুজো করুন। ছবি- প্রতীকী
5
5
অন্য গ্রহ দোষ থাকলে কী করবেন? অন্যান্য গ্রহের নেতিবাচক প্রভাব আপনার উপর থাকলে দান করুন এদিন কিছু। আমিষ নয়, বরং খিচুড়ি খেতে পারেন। ঝগড়া, মারামারি করবেন না। ভাল কাজ করুন। দান ধ্যান করুন। বাড়িতে পুজো করতে পারেন। এতে কালসর্প দোষ থাকলে সেটা কেটে যাবে। ছবি- প্রতীকী