সম্প্রতি মেসির কলকাতা সফরে যে অনভিপ্রেত ঘটনা ঘটল তা নিয়ে চর্চার অন্ত নেই। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও ফুটবলের রাজপুত্রকে দেখতে না পাওয়ায় আক্ষেপে ক্ষুব্ধ জনতা ১৩ ডিসেম্বর যুবভারতী স্টেডিয়ামে ভাঙচুর চালায়। চেয়ার, জলের বোতল মাঠে ছুঁড়ে মারতে থাকেন। তৈরি হয় বিশৃংখলা। আর এসবের মাঝে জনতার রোষের মুখে পড়েন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তিনি মেসি, লুই সুয়ারেজ, ডি'পলের সঙ্গে হোটেলে দেখা করেন,ছবি তোলেন। হাজির ছিলেন মাঠেও। অভিজ্ঞতা জানিয়ে একটি পোস্ট করতেই কটাক্ষের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। এই ঘটনার পর তাঁর স্বামী রাজ চক্রবর্তী রবিবার সকালে একটি পোস্ট করেন। তারপরই দুপুরে গায়িকা ইমন চক্রবর্তীও তাঁর সমর্থনে একটি ভিডিও শেয়ার করেন।
ইমন চক্রবর্তী এদিন তাঁর ভিডিওতে বলেন, "বিগত বেশ কয়েকদিন ধরে আমি সোশ্যাল মিডিয়ায় ইনঅ্যাক্টিভ। সোশ্যাল মিডিয়াটা এমন একটা জায়গায় পরিণত হয়েছে, বিশেষ করে ফেসবুক, যেখানে আমরা আমাদের অনেক বক্তব্য জানাতে পারি। এবং সেই বক্তব্যগুলো কাউকে অসম্মান করার জন্য খুবই উপযুক্ত। আমি দেখেছি, এই মন্তব্যগুলো যাঁদের নিয়ে করা হচ্ছে, তাঁরা মূলত মহিলা শিল্পী যাঁরা আছেন তাঁদের নিয়ে। তাঁদের বিভিন্ন ধরনের শেমিং যেগুলো আছে, সেগুলো করা খুবই সহজ। মেয়েদের সহজেই অনেক কিছু বলা যায়। আর সত্যি বলতে সেই জন্যই, সোশ্যাল মিডিয়ার উপর আমার ভক্তি, শ্রদ্ধা যা ছিল, সেগুলো উঠতে শুরু করেছে।"
তাঁর এদিন অভিযোগ, "সমাজ মাধ্যমে না আছে কোনও নিয়ম, না আছে কোনও নিয়ন্ত্রণ। কোন কথা কাকে, কীভাবে আঘাত করতে পারে, কোন মানসিক আঘাত করতে পারে সেটা অনেকেই বুঝতে পারেন না। বা বুঝেও বোঝেন না। বা তাঁদের কোনও কাজ নেই। সকাল থেকেই আমার মনে হচ্ছিল এই বিষয়ে আমার কথা বলা উচিত নয়। কিন্তু আমার ঈশ্বরই যেন আমায় বললেন, তোমার কথা বলা উচিত। গতকাল কলকাতায় যে ঘটনাটা ঘটল সেটা সম্পূর্ণ অনভিপ্রেত। মেনেই নেওয়া যাচ্ছে না। কার দোষ, কার ভুল সেটা সময় বলবে। অনেকে নিজের মতো ভেবে নিচ্ছেন। যাঁরা হাজার হাজার, লক্ষ লক্ষ টাকা দিয়ে টিকিট কেটেও মেসিকে দেখতে পাননি, তাঁদের সঙ্গে আমি একদমই সহমত। কিন্তু আমার বক্তব্য অন্য জায়গায়। কাল তো মেসির সঙ্গে শাহরুখ ছবি তুলেছেন। তাঁর ছেলে ছবি তুলেছে। আরও শত, সহস্র মানুষ ছবি তুলেছেন। সেগুলো নিয়ে কথা কম হচ্ছে। সবথেকে বেশি কথা হচ্ছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়, লেডি সুপারস্টার কেন মেসির সঙ্গে ছবি তুলবেন, সেটা নিয়ে। এটা আপনাদের কোথাও মনে হচ্ছে না শুভশ্রী গঙ্গোপাধ্যায় একজন মহিলা বলে তাঁকে বলাটা খুব সহজ?"
এই বিতর্কে বন্ধুর পাশে দাঁড়িয়ে ইমন বলেন, "শুভশ্রী আমার খুব কাছের একজন মানুষ। ওকে ভীষণ ভালভাবে চিনি। আমি জানি ও কেমন মানুষ, ও কে। আমি অত্যন্ত দুঃখিত শুভ তোমার সঙ্গে যা হচ্ছে সেটার জন্য, কিন্তু এটাই হয় মহিলাদের সঙ্গে। এটাই নিয়ম। শাহরুখ ছবি তুলতেই পারেন। তাঁর সেই জোর আছে। শাহরুখ একটা বিশ্ববন্দিত নাম। তিনি তাঁর নিজের চার্টার্ড প্লেন নিয়ে এসেছেন, ছবি তুলতেই পারেন। কিন্তু শুভ কেন ছবি তুলেছে, সেই নিয়ে এত লোকের এত বক্তব্য। এটা একদম ভুল। কাল যেটা ঘটেছে সেটা কেউই সমর্থন করছেন না। যা ঘটেছে, সম্পূর্ণ ভুল। সেখানে কি কেউ বলতে পারেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দোষটা কোথায়? এটা শুভ না হয়ে, এক্স, ওয়াই, জেড যেই হতো, যে মহিলাই হতো তাঁকে আপনারা বলতেন। মহিলাদের তাক করাটা খুব সহজ। তাঁদের টেনে নামানো, স্লাট শেম করা খুব সহজ। মেসিকে দেখতে না পাওয়াটা যতটা অন্যায়, এই মহিলার সঙ্গে আপনারা যেটা করছেন সেটাও ততটাই অন্যায়। আমি অত্যন্ত দুঃখিত। আমরা তো আপনাদের সম্পত্তি, যা খুশি বলতে পারেন। আপনারা ভাবেন শিল্পী বলে, আমাদের কোনও মন নেই। এগুলো ঠিক নয়।"
