আজকাল ওয়েবডেস্ক: লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই প্রচার শুরু করলেন তৃণমূলের তারকা প্রার্থী শতাব্দী রায়। ১৩ মে বীরভূমে ভোট। চতুর্থবার এই কেন্দ্রেই জয় নিয়ে আশাবাদী শতাব্দী।
শনিবার সকালে তারাপীঠের মন্দিরে পুজো দেন শতাব্দী। সঙ্গে ছিলেন রামপুরহাটের বিধায়ক আশিস বন্দোপাধ্যায়। মন্দির থেকে বেরিয়ে সংবাদমাধ্যমকে তিনি জানান, ২০১৯ সালেও তারাপীঠে পুজো দিয়ে প্রচার শুরু করেছিলেন। এবারেও তার অন্যথা হল না। শতাব্দী আশাবাদী, চতুর্থবারেও তাঁর জয় নিশ্চিত। আগেরবারের তুলনায় আরও বেশি ভোটে জিতবেন তিনি। পাশাপাশি বিরোধী প্রার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন।
অনুব্রত-গড়ে তাঁকে বাদ দিয়ে ভোটের লড়াই নিয়ে শতাব্দীর বক্তব্য, "অবশ্যই তাঁকে মিস করব। তিনি অনুপস্থিত। কিন্তু তাঁর তৈরি সংগঠন এখনও আমার পাশে রয়েছেন। এবারেও জয়ের বিষয়ে আমি ২০০ শতাংশ নিশ্চিত।"