আজকাল ওয়েবডেস্ক: এসআইআরের শুনানি পর্ব শেষ হওয়ার পর ভোটার তালিকা সংশোধন নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করল নির্বাচন কমিশন।

কমিশন সূত্রে জানা গিয়েছে, মোট ৩২ লক্ষ ভোটারের শুনানি সম্পন্ন হয়েছে। এর মধ্যে ১১,৪৭২ জন ভোটার বৈধ নথি জমা দিতে পারেননি। কমিশনের প্রকাশ করা তালিকায় এই ভোটারদের ‘অবৈধ’ তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে।

নির্বাচন কমিশনের বিবৃতিতে আরও জানানো হয়েছে, আনম্যাপড শুনানি পর্ব ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। এই পর্বে যাঁদের শুনানি হওয়ার কথা ছিল, সেই ৩২ লক্ষ ভোটারের মধ্যে প্রায় ২৪ লক্ষ ব্যক্তি সরাসরি শুনানি প্রক্রিয়ায় উপস্থিত হয়েছেন।

তবে বাকি প্রায় ৮ লক্ষ ভোটার শুনানিতে হাজির হননি। তাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে কি না, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি কমিশন।

এর পাশাপাশি, প্রশাসনিক স্তরে কাজের চাপ সামাল দিতে বড় পদক্ষেপ নিতে চলেছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, রাজ্যের প্রতিটি জেলার জেলাশাসকদের পক্ষ থেকে অতিরিক্ত অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার নিয়োগের জন্য আবেদন জানানো হয়েছে।

তার পরিপ্রেক্ষিতে নতুন করে প্রায় ১,৬০০ জন অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, রাজ্যে এসআইআর নিয়ে এদিন ফের সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন মুখ্যমন্ত্রী নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে ৫৪ লক্ষ নাম বাদ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বলছে ইআরও নাকি বাদ দিয়েছে, কোনও ইআরও জানে না। ৫৪ লক্ষ নামের মধ্যে বেশিরভাগ সমস্ত বৈধ ভোটার। যাঁর নাম ডিলিট করা হয়েছে, তাঁদের কিন্তু ফর্ম সেভেন, এইট পূরণ করার অধিকার রয়েছে। কেউ জানতেই পারল না, ৫৪ লক্ষ কাদের নাম বাদ দেওয়া হল। কোন দলকে এই তালিকা দেওয়া হয়নি। বিজেপি পেতে পারে, ওরাই তো সব করছে। আমরা সেই খসড়া তালিকা আজ পর্যন্ত দেখতে পাইনি। ৫৪ লক্ষ নামের নথি কাউকে দেওয়া হয়নি।’

তিনি বলেন, ‘যদি আপনারা ডিসক্লোজ না করেন, কাদের নাম বাদ গিয়েছে, তাঁরা জানবেন কী করে। বিনা কারণে, বিনা কারণ দর্শানোর সুযোগ দিয়ে, বেআইনি ভাবে, অনৈতিকভাবে বাদ দেওয়া হয়েছে। মহিলাদের টার্গেট করা হয়েছে। যাঁরা বিয়ে করে শ্বশুরবাড়ি গিয়েছেন, পদবী বদল হয়েছে। অনেক মানুষকে বাদ দেওয়া হয়েছে, যাঁরা ঘর বদল করেছেন। ইলেকশন কমিশন বিজেপির স্বার্থে, নিজের পরিবারের স্বার্থে মানুষকে নিয়ে খেলা করেছে নির্বাচন কমিশন।’

ষড়যন্ত্রের অভিযোগ তুলে এদিন তিনি বলেন, ‘আমাদের কাছে খবর এসেছে, যাঁদের হিয়ারিং-এ ডাকা হয়েছিল, তাঁদের মধ্যে কয়েক লক্ষ নাম লগ ইন করেছিলএন ডিএম’রা। সব ব্লকড করে দেওয়া হয়েছে। নাম বাতিল হয়েছে। জঘন্য ষড়যন্ত্র।’