আজকাল ওয়েবডেস্ক: গত কয়েকমাসে নজরে সন্দেশখালি। তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগের সুর চড়িয়েছিলেন গ্রামবাসীরা। বুধবার ফের উত্তপ্ত হয়ে সন্দেশখালি। সূত্রের খবর, গ্রামবাসীদের অভিযোগ সরকারি প্রকল্পের ইট পাচার চলছিল। অর্থাৎ জমি দখল, ভেড়ির জন্য জমি জোর করে নেওয়ার অভিযোগের পর এবার অভিযোগ সরকারি প্রকল্পের ইট নিয়ে। গোটা ঘটনায় গ্রামবাসীরা রাজ্যের শাসক দলের কর্মীদের দিকেই আঙুল তুলেছে। সন্দেশখালির ২ নম্বর ব্লকের দুর্গামন্ডপ এলাকার বাসিন্দারা এদিন ক্ষোভ প্রকাশ করেন। সূত্রের খবর বাসিন্দারা অঞ্চল সভাপতি সহ আরও একজনকে ঘেরাও করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় হাজির হয় পুলিশ বাহিনী। সূত্রের খবর, বুধবার সন্দেশখালিতে অভিযোগ দেখান জব কার্ড হোল্ডাররাও।