আজকাল ওয়েবডেস্ক:‌ শেখ শাহজাহান এখনও অধরা। তবে সন্দেশখালি কাণ্ডের সাত দিন পর অবশেষে গ্রেপ্তার করা হল দু’‌জনকে। ইডির উপর হামলার অভিযোগে ন্যাজাট থানার পুলিশ গ্রেপ্তার করেছে মেহবুব মোল্লা, সুকমল সর্দারকে। ইডির উপর হামলার ভিডিও ফুটেজ দেখে তাঁদের চিহ্নিত করা হয়েছিল। শুক্রবার ভোর রাতে দু’জনকে গ্রেপ্তার করা হয়। 
প্রসঙ্গত, রেশন দুর্নীতি কাণ্ডে তল্লাশির জন্য গত শুক্রবার সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। পাঁচ জন ইডি আধিকারিকের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর কয়েকজন জওয়ান। কিন্তু শাহজাহানের বাড়িতে ঢোকার আগেই তৃণমূল নেতার অনুগামীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। লাঠি, পাথর, ইট নিয়ে চড়াও হন গ্রামবাসীরা। আক্রান্ত হন ইডির আধিকারিকরা। তিন আধিকারিক আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। সেই ঘটনার ভিডিও ফুটেজ দেখে অবশেষে দু’‌জনকে গ্রেপ্তার করল পুলিশ।